ফ্রান্স, আর্সেনাল ও বার্সেলোনার কিংবদন্তি থিয়েরি অঁরির জন্মদিন আজ।

Share on Facebook

শুভ জন্মদিন থিয়েরি অঁরি

থিয়েরি হেনরি জিতেছেন:-
বিশ্বকাপ X ০১
উয়েফা ইউরো X ০১
ফিফা কনফেডারেশন কাপ X ০১
হেক্সা X ০১
ট্রেবল X ০১
লা লিগা X ০২
লীগ ওয়ান X ০১
প্রিমিয়ার লিগ X ০৩
এফএ কাপ X ০৩
কোপা দেল রে X ০১
কমিউনিটি শিল্ড X ০২
ফিফা ক্লাব বিশ্বকাপ X ০১
উয়েফা চ্যাম্পিয়নস লীগ X ০১
সুপারকোপা ডি এস্পানা X ০১
উয়েফা সুপার কাপ X ০১
সাপোর্টারস শিল্ড উইনার X ০১

ফ্রান্সের জন্য:
সর্বকালের সেকেন্ড সর্বোচ্চ গোলদাতা – থিয়েরি হেনরি
(৫১)
সর্বকালের সর্বোচ্চ এসিস্টদাতা – থিয়েরি হেনরি
(২৭)

আর্সেনালের জন্য:-
সর্বকালের সর্বোচ্চ গোলদাতা – থিয়েরি হেনরি ( ২২৮)
সর্বকালের সর্বোচ্চ এসিস্টদাতা- থিয়েরি হেনরি (১০৫)

ফুটবল ইতিহাসে মাত্র ০২ জন খেলোয়াড় ইউরোপীয় ক্লাব এবং জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বকালের সর্বোচ্চ এসিস্ট প্রদানকারী হতে পেরেছেন:- থিয়েরি হেনরি (আর্সেনাল, ফ্রান্স)
লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)

ব্যক্তিগত অর্জন:
২x Onze d’Ors
২x গোল্ডেন বুট
১x UEFA আলটিমেট 11
১x ফিফা ফিফপ্রো ওয়ার্ল্ড 11
৫x ফরাসি বর্ষসেরা খেলোয়াড়
১x ওয়ার্ল্ড কাপ টিম অফ দ্যা টুর্নামেন্ট
৪x প্রিমিয়ার লীগ গোল্ডেন বুট
১x ব্যালন ডি’অরস ড্রিম (৩য়)
১x উয়েফা ইউরো টিম অফ দ্যা টুর্নামেন্ট
১x ফিফা কনফেডারেশন কাপ গোল্ডেন বল
১× ফিফা কনফেডারেশন্স কাপ গোল্ডেন বুট
২x প্রিমিয়ার লিগ ফুটবলার অফ দ্যা সিজন
৬x প্রিমিয়ার লিগ টিম অফ দ্য সিজন
১x IFFHS বিশ্বের সর্বোচ্চ গোল স্কোরার
৪x আর্সেনাল প্লেয়ার অফ দ্য সিজন
৫x উয়েফা টিম অফ দ্যা ইয়ার।

LONDON, ENGLAND – MAY 16: Thierry Henry of Arsenal during the Premier League Trophy parade on May 16, 2004 in London, England. (Photo by Stuart MacFarlane/Arsenal FC via Getty Images)

থিয়েরি হেনরির প্রিমিয়ার লিগের রেকর্ড: সর্বাধিক গোল্ডেন বুট (০৪)
এক মৌসুমে সর্বাধিক G/A (৪৪)।
এক মৌসুমে সর্বাধিক এসিস্ট (২০)।
মৌসুমের সর্বাধিক সেরা খেলোয়াড়ের পুরস্কার (০২)। প্রতি মিনিটে সর্বাধিক গোল অবদান (৮৬)।
টানা ০৫ সিজনে ২০+ গোল করা একমাত্র খেলোয়াড়।
এক সিজনে ২০+ গোল এবং ২০+ এসিস্ট করা একমাত্র খেলোয়াড়।

সর্বকালের সেরা প্রিমিয়ার লিগের খেলোয়াড় আর্সেনাল ও বার্সেলোনা লিজেন্ড থিয়েরি অঁরি।

 

Leave a Reply