ফুটবল খেলোয়াড় ও কোচ,যাদের নামানুসারে হয়েছে গ্রহের নামকরণ।

Share on Facebook

ফুটবলারদের স্বপ্ন থাকে তারা গ্রহের সেরা সম্মাননা পাবেন।তারা ফুটবল ক্যারিয়ারকে এমন ভাবে সাজাতে চান যেটা মানুষ মনে রাখবে যুগের পর যুগ পর্যন্ত।বনে যেতে চান গ্রহের সেরা তারকাদের একজন। ঠিক সেরকম গ্রহের সেরা তারকা বনে যাওয়ার পাশাপাশি নাম কামিয়েছেন ভিন্ন গ্রহের নামকরণেও।। এমন পাঁচজন ফুটবল তারকা রয়েছে যাদের নামে ভিন্ন পাঁচটি গ্রহের নামকরণ করা হয়েছে।

১. জোসেফ বাইকান।
অস্ট্রিয়া ও চেক স্লোভাকিয়ার হয়ে খেলা জোসেফ বাইকানের নামে রয়েছে একটা গ্রহাণুর নাম। তার নামানুসারে একটি গ্রহের নাম রাখা হয় 10634 Pepibican

8th January 1977 – La Liga Football – FC Barcelona v Rayo Vallecano – Johan Cruyff of FC Barcelona – Photo: Offside / L’Equipe.

২. জোহান ক্রুইফ।
নেদারল্যান্ডসের হয়ে খেলা বার্সেলোনা ও আয়াক্স লিজেন্ড যিনি ফুটবলে রেভ্যুলেশন ঘটিয়েছেন। ফুটবলের এই মহাতারকার নামেও একটি গ্রহের নাম রয়েছে।আর সেটি হল 14282 Cruijff

৩. আর্সেন ওয়েঙ্গার।
তিনি ফুটবলার হিসেবে সুপরিচিত না হলেও একজন ম্যানেজার হিসেবে তিনি ছিলেন বিশ্বসেরাদের একজন।
ইংলিশ প্রিমিয়ার লীগে একমাত্র ম্যানেজার হিসেবে আর্সেনালকে অপরাজিত লীগ চ্যাম্পিয়ন করেছিলেন এই ফ্র‍্যাঞ্চ ম্যান। তার নামানুসারেও রয়েছে একটি ফুটবল গ্রহ। সেটি হল 33179 Arsènewenger

৪. মাইকেল ব্যালাক।
জার্মান এই তারকা খেলেছেন বায়ার্ন মিউনিখ ও চেলসির মত ক্লাবের হয়ে। ৩ বার জার্মান ফুটবলার অফ দ্যা ইয়ার হওয়া মাইকেল ব্যালাকের নামেও রয়েছে একটি গ্রহ। তার নামের সাথে মিল রেখে গ্রহের নামটি রাখা হয় 79647 Ballack

৫. ফেরেঙ্ক পুসকাস।
হাঙ্গেরিকে বিশ্বকাপ ফাইনালে তোলা, মাদ্রিদের অলটাইম লিজেন্ড বনে যাওয়া থেকে শুরু করে ফিফা কর্তৃক প্রতি বছর সেরা গোলদাতার নামটিও তার নামানুসারে করা হয়েছে। তার নামেও রয়েছে একটি গ্রহের নাম। সেই গ্রহের নাম হল 82656 Puskás

Leave a Reply