বিশ্বকাপে ৮হাজার বাংলাদেশি গাড়ী চালক

Share on Facebook

ইতিহাসের ব্যস্ততম সময় কাটাছ্ছে মধ্যপ্রাচ্য। ফিফা বিশ্বকাপ ২০২২ উপলক্ষ্যে বিশ্বের ফুটবল অনুরাগীরা কাতারে উপস্থিত হয়েছেন।

আশা করা হচ্ছে বিশ্বকাপ চলাকালীন একমাসে অন্তত ১৫লাখ পর্যটক কাতার ভ্রমণ করবেন। পর্যটকদের নিরবিচ্ছিন্ন পরিবহন সেবা দিতে কাতারের ট্যাক্সি ও রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলি দায়িত্ব পালন করছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত আট হাজার বাংলাদেশি চালক বিদেশী পর্যটকদের পরিবহন সেবায় নিয়োজিত থাকবেন।

বিশ্বকাপ উপভোগে কাতার ভ্রমণে আসা পর্যটকদের সর্বোচ্চ সেবা দানের উপযোগী করে তুলবার জন্য দোহায় বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি চালকদের আদবকেতার উন্নয়ন ও ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে তিন সপ্তাহের প্রশিক্ষণ প্রদান করেছে। কাতারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষকেরা বাংলাদেশি চালকদের প্রশিক্ষণ দিয়েছেন। যাঁরা সশরীর উপস্থিত থাকতে পারেননি, তাঁদের জন্য অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান আরব নিউজকে বলেন, ‘আমাদের চালকেরা যদি পর্যটকদের ভালো সেবা দিতে পারেন, তাহলে তা বাংলাদেশের জন্যও ইতিবাচক ব্র্যান্ডিং হবে।’

তথ্যসূত্র : আরব নিউজ

Leave a Reply