কুকুর সম্পর্কে কয়েকটি জানার আবশ্যক কথা

Share on Facebook

১) ওরা আপনার মতোই স্বপ্ন দেখে

কুকুর কিন্তু ঘুমন্ত অবস্থায় একেবারে মানুষের মতো স্বপ্ন দেখে। ওরা যখন ঘুমোয়, তখন দেখা যায় কেউ হঠাৎ করে কেঁপে ওঠে, কেউ হঠাৎ করে পা-টা টানটান করে, কেউ বা ঘুমের মধ্যে গোঁ-গোঁ শব্দ করে, কেউ আবার ঘুমন্ত অবস্থায় নানা মুখভঙ্গি করে। এই সবই কিন্তু ওদের স্বপ্ন দেখার উপসর্গ। জানবেন ঘুমন্ত অবস্থায় কুকুর তার মনিবের, মনিবের সঙ্গে তার সারাদিন কাটানোর অভিজ্ঞতা নিয়েও স্বপ্ন দেখে। তাই চেষ্টা করবেন ওর সঙ্গে সারাটা দিন আনন্দে কাটাতে, যাতে ওর স্বপ্ন সুন্দর হয়।

২) পাকা চুল

টেনশন, দুশ্চিন্তা থেকে মানুষেরই শুধু পাকা চুলের সমস্যা দেখা দেয় না, একই কারণে কুকুরেরও এই সমস্যা দেখা দেয়। যে কোনও দুশ্চিন্তা, ভয়, অজানা আতঙ্ক থেকেও তাদের চুল পাতলা হয়ে যায়, সাদা হয়ে যায়। সাধারণত কুকুরের এই পাকা চুল দেখা যায়, তাদের নাকে-মুখে।

৩) মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ

আপনি যদি কুকুরের প্রতি মনোযোগী হন, তা হলে সেটা ওরা খুব বেশি করে প্রকাশ করে। যার ফলে যখনই আপনি ওর দিকে চাইবেন, তখন আপনাকে নানা মুখ ভঙ্গি করে বোঝাতে হবে, আপনি ওর প্রতি কতটা মনোযোগী। আর ওরা যদি বুঝতে পারে আপনি ওকে মনোযোগ দিচ্ছেন, সেই সময়ই ওদের জিভ বের করা, ঘেউ ঘেউ শব্দ করা অনেক বেড়ে যায়। সুতরাং ওদের প্রতি মনোযোগী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৪) সময় সম্পর্কে ওরা খুব সচেতন

জানবেন কুকুর কিন্তু সময় সম্পর্কে অত্যন্ত সচেতন। আপনি কখন ওকে পার্কে নিয়ে যাবেন, কখন হাঁটাতে নিয়ে যাবেন, কখন ওর গলা থেকে চেন খুলবেন সেই সময় সম্পর্কে ওদের সম্যক ধারণা রয়েছে। মানুষ যেমন সেকেন্ড-মিনিট-ঘণ্টা ধরে হিসেব কষেন, ওরা তা নয়। ওরা আগে যা ট্রেনিং পায়, সেই মতই ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ঠিক সময়ের একটা ধারণা তৈরি করে ফেলে।

৫) ওরা ভয়ের গন্ধ পায়

অনেকেই বিশ্বাস করেন কুকুর দেখে ভয় পেলে, কুকুর সেই গন্ধ ঠিক পেয়ে যায়। হ্যাঁ ঘটনা, কুকুর এই ভয়ের গন্ধ টের পায়। আর যখন ওরা এটা টের পায়, তখন বেশ একটা চাপ অনুভব করে। কুকুর শুধু আবেগ বা ভয়ই নয়, স্নায়ুচাপ-দুশ্চিন্তার গন্ধও টের পায়। মানুষের মুভমেন্ট, শরীরী অঙ্গভঙ্গি, দাঁড়ানো দেখেও ওরা বুঝতে পারে সমস্ত কিছু।

Leave a Reply