রাজধানীতে রেড ক্রিসেন্ট সোসাইটির মাস্ক বিতরণ

Share on Facebook

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রভাব মোকাবেলায় রাজধানীতে বসবাসরত জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিতভাবে সচতেনতা বৃদ্ধিমূলক নানা কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রেখেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

এসব কার্যক্রমের মধ্যে রয়েছে- ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ, মাস্ক ব্যবহারের জন্য পরামর্শ প্রদান ও রাস্তার মোড়ে মোড়ে জনসচেতনতামূলক মাইকিং।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও জার্মান রেড ক্রসের সহযোগিতায় “জরুরী কোভিড-১৯” প্রজেক্টের আওতায় এই কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

বিজ্ঞপ্তিতে সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ জানায়, রাজধানীর ৫০টি ট্রাফিক পয়েন্টে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ১০ দিনব্যাপী (গত ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) এই জনকল্যাণমূলক কার্যক্রমটি বাস্তবায়ন করে। এছাড়াও এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে রাজধানীর সরকারি ও বেসরকারি ৫০টি প্রতিষ্ঠানে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

Leave a Reply