‘সকাল সকাল রাজধানী বর্জ্যমুক্ত’

Share on Facebook

ঈদের পরদিন আজ রাজধানীতে সকাল ১১টার মধ্যে প্রথম দিনের শতভাগ বর্জ্য অপসারণ সম্ভব হবে। এমন আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর বদরুল আমিন। এবারও ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির প্রথম দিনের বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে ঢাকার দুই সিটি করপোরেশন। এজন্য শনিবার (১ আগস্ট) সকাল থেকেই মাঠে নেমেছেন দুই সিটি করপোরেশনের ১৮ হাজার পরিচ্ছন্নকর্মী। ব্যবহার করা হচ্ছে ৭শ’র বেশি যানবাহন। রাত সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটির ৪২টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এদিকে উত্তর সিটিতে অপসারণ করা হয়েছে ১৬টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য।

বর্জ্য অপসারণে ভারী ও হালকা মিলিয়ে ৪৩০টি যানবাহন ব্যবহার করছে উত্তর সিটি করপোরেশন। এছাড়াও ৫১ টন ব্লিচিং পাউডার ও ৫ লিটার ধারণক্ষমতার ৯৬০ ক্যান তরল জীবাণুনাশক ছিটাতে ব্যবহার করা হচ্ছে ১১টি পানির গাড়ি। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ হাজার নিয়মিত কর্মীর সঙ্গে যোগ দিয়েছেন আরও দেড় হাজার পরিচ্ছন্নকর্মী। আর কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যবহার হচ্ছে ৩শ’ ভারী ট্রাক। বিতরণ করা হয়েছে কোরবানির বর্জ্য রাখার জন্য ১ লাখ ব্যাগ। শনিবার সন্ধ্যার মধ্যে দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড ৮০-৯৫ ভাগ বর্জ্যমুক্ত হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।

দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর বদরুল আমিন জানান, ‘শনিবার সন্ধ্যার মধ্যে দক্ষিণের ৭৫টি ওয়ার্ডকে আমরা ৮০ থেকে ৯৫ ভাগ বর্জ্যমুক্ত করেছি। বাকি যে কাজগুলো আছে, তা আমরা রবিবার সকালের মধ্যেই শেষ করে ফেলবো।’

শনিবার দুপুরে পেলোডার চালিয়ে, রাজধানীর ভাটারার অস্থায়ী কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘যদি সবাই নির্দিষ্ট জায়গায় বর্জ্য রেখে দেয় আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। নির্দিষ্ট জায়গায় অনেকে রাখেন না, ভুলে গেলে চলবেনা এই কোরবানিটা তিনদিনের জন্য। আজকে যে কোরবানিটা দেবেন আমরা সেটা ২৪ ঘন্টার মধ্যে করে দেবো।’

Leave a Reply