করোনা কালেও “সেইফ ট্রাভেল”

Share on Facebook

করোনার এই পরিস্থিতির মধ্যেও যারা ঘুরতে যাওয়ার জন্য অপেক্ষায় রযেছেন তাদের জন্য সুখবর। বিশ্বের বেশ কিছু দেশ চালু করেছে সেফ ট্রাভেল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া গাইডলাইন মেনে চলছে দেশগুলো।
মোট ৩০টি দেশে ভ্রমণের এই ছাড় পেয়েছে। এরমধ্যে এশিয়া থেকে মাত্র কয়েকটি দেশই রয়েছে ৷ সেগুলো হচ্ছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ৷

এর পাশাপাশি এই তালিকায় থাকা আফ্রিকার দেশগুলো হল, মিশর, কেনিয়া, মরিশিয়াস, রুয়ান্ডা, তাঞ্জানিয়া, তিউনিশিয়া, দক্ষিণ আফ্রিকা (কিছু অংশ) ৷ইউরোপের দেশগুলোর মধ্যে ভ্রমণের জন্য এখন সুরক্ষিত দেশের তালিকায় রয়েছে পর্তুগাল, বুলগেরিয়া, তুরস্ক, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন, স্পেন (কিছু অংশ), রাশিয়া (কিছু অংশ)

 

Leave a Reply