৭৬ মেট্রো রেল শ্রমিককে ভুয়া কোভিড-১৯ প্রতিবেদন: ১০ দিনের রিমান্ডে রিজেন্ট হাসপাতালের এমডি

Share on Facebook

করোনা নমুনা পরীক্ষা না করে মেট্রো রেলের ৭৬ শ্রমিককে ‘নেগেটিভ’ প্রতিবেদন দেওয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানকে ১০ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার থানার এসআই ইয়াদুর রহমান তাকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম মো. মইনুল ইসলাম তা মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হীরণ জানান।

মেট্রো রেল প্রকল্পে কর্মরত ৭৬ জন শ্রমিককে করোনাভাইরাসের ভুয়া সনদ দেওয়ার অভিযোগে ভিন্ন এক মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান গ্রেফতার হয়েছে।

শুক্রবার রাতে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান উত্তরা পশ্চিম থানার ওসি তপন কুমার সাহা।

তিনি বলেন, কোভিড-১৯ এর ভুয়া সনদ দেওয়াসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও এমডি মিজানুরসহ কয়েকজনের বিরুদ্ধে ২০ জুলাই মেট্রো রেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করিম মামলা করেন।

“মামলার অভিযোগে বলা হয়, মেট্রো রেলে কর্মরত ৭৬ জন কর্মীর করোনা পরীক্ষা করে রিজেন্ট হাসপাতাল। প্রতিজনের পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার করে টাকা নেওয়া হয়। কিন্তু টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দেওয়ায় কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েছে।”

জিজ্ঞাসাবাদের জন্য মিজানুরকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন বরে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

গত ৬ ও ৭ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর সাহেদসহ ১৭ জনকে আসামি করে প্রতারণার যে মামলা করা হয়েছিল সে মামলায় মিজানুর রহমানের নাম ছিল না বলে জানান ওসি।

এছাড়া রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকেও র‌্যাব ইতিমধ্যে গাজীপুরে থেকে গ্রেপ্তার করেছে।

Leave a Reply