বাবুলের আজ জানাজা শেষে দাফন বনানীতে

Share on Facebook

আজ বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নুরুল ইসলাম বাবুলকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাদ জোহর যমুনা ফিউচার পার্ক জামে মসজিদের সামনে জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হবে বলে যমুনা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে। রাত ১১টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবেন।

সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন যমুনা গ্রুপের পরিচালক ডা. মোহাম্মদ আলমগীর আলম।

সোমবার (১৩ জুলাই) বিকেলে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

গত ১৪ জুন নুরুল ইসলামের করোনা শনাক্ত হয়। ওইদিনই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়। বিশিষ্ট এই ব্যবসায়ীর চিকিৎসায় এভার কেয়ার হাসপাতালের ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

Leave a Reply