করোনা প্রতিরোধে অনেক দেশ ভুল পথে হাঁটছে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Share on Facebook

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেক দেশ এখনও ভুল পথে হাঁটছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস।

যা করোনাভাইরাসকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সোমবার জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, দেশগুলো মৌলিক স্বাস্থ্যসেবায় সাবধান না হলে মহামারি আরও প্রকট হতে পারে।

করোনাভাইরাস এখনও জনগণের এক নম্বর শত্রু উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সংক্রমণের ৮০ ভাগই হচ্ছে মাত্র দশটি দেশে।

এরমধ্যে ৫০ শতাংশ দুটি দেশের। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। শিগগিরই স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ নেই বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Leave a Reply