ঈদ উপলক্ষ্যে প্রকাশ পেল সংগীতশিল্পী রাজু চাকলাদারের ‘জলের আগুন’

Share on Facebook

ঈদুল আজহা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী রাজু চাকলাদারের ‘জলের আগুন’ অ্যালবামের দ্বিতীয় গানের অ্যানিমেটেড মিউজিক ভিডিও- ‘চাঁদোয়া মন’। গানটি প্রকাশিত হচ্ছে রাজু চাকলাদারের নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি গাওয়ার পাশাপাশি বাণী রচনা এবং সুর করেছে সংগীতশিল্পী নিজে। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। ভিডিও নির্মাণ করেছেন তোফায়েল আহমেদ খান।

‘ভেল্কি প্রোডাকশন্স’ এর ব্যানারে নির্মিত হয়েছে গানটি। গানটির অবমুক্তকরণ প্রসঙ্গে সংগীত শিল্পী রাজু চাকলাদার বলেন, ‌”সংগীত আহত মনের ওষুধ স্বরূপ। নিগূঢ়তায়, সংগীত মনের ভাঁজে ভাঁজে রঙ ছড়িয়ে যায়।”, তিনি আরও বলেন, গানটির কথা, সুর ও সংগীত আয়োজন অনেক সুন্দর হয়েছে। মিউজিক ভিডিওটি ও দারুণ হয়েছে। আশা করছি, গানটি সকলের ভাল লাগবে।

এমনই চমৎকার কথার গান ‘চাঁদোয়া মন’। কাব্যিক ঢঙে রচিত উপমাবহুল এই গানে, উপমা প্রয়োগে রয়েছে মুন্সীয়ানার জলছাপ। রক প্যাটার্নের চমৎকার এই গানটির সুর, সংগীত এবং গায়কীও হৃদয়স্পর্শী। চাঁদের উপমায় ওঠে এসেছে প্রিয়তমার সাথে ঘটে যাওয়া অতীত আর নদীর বাতাবরণে ফুটে ওঠেছে একজন ব্যর্থ প্রেমিকের করুণ আর্তনাদ!

গানের কিছু অংশ এখানে তুলে ধরা হলো-
“এ বুকে চাঁদের নদী গভীর
হৃদয়ের ভাঁজে ভাঁজে, সাজানো নিকোটিন
পাঁজরের সিঁড়ি বেয়ে নেমে যায় বুকে’-
মোহনায় এক এক ডুব, ওঠে আবার ডুব-
গলে যায় চাঁদের শরীর।”

Leave a Reply