বিমানের অব্যবহৃত টিকিটে ভ্রমণের সুযোগ আগামী মার্চ পর্যন্ত

Share on Facebook

করোনাভাইরাস মহামারীতে আকাশ পথ সীমিত হয়ে পড়ার আগে যারা বিমানের টিকেট কিনেছিলেন, তারা তা দিয়ে আগামী বছরের মার্চ পর্যন্ত ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

অব্যবহৃত টিকিটে যাত্রীরা ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত কোনো ধরনের চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন বলে বুধবার জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, কেউ চাইলে টিকেট ফেরত দিয়ে অর্থও নিতে পারবেন।

করোনাভাইরাসে বৈশ্বিক মহামারী আকার ধারণ করায় গত মার্চ থেকে বিশ্বে যাত্রীবাহী বিমান চলাচল সীমিত হয়ে পড়েছে। বিমানের সব ফ্লাইটই রয়েছে বন্ধ। তবে বিভিন্ন দেশে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে কিছু বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

এদিকে টানা লোকসান এড়াতে কিছু দিনের মধ্যে বিমান চলাচল আবারও শুরু করতে চাইছে বিভিন্ন এয়ারলাইন্স। তবে ভাইরাস সংক্রমণ এড়াতে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার শর্ত যুক্ত হচ্ছে। ফলে বিমানে ভ্রমণের ব্যয় অনেক বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply