দিনে রক্তদান, রাতেরবেলায় ত্রাণ

Share on Facebook

শরীয়তপুরের ব্লাড টান্সফিউশন অর্গানাইজেশনের তরুণ যুবকেরা বিরামহীনভাবে ছুটে চলছেন। তারা মানুষের বিপদে পাশা দাঁড়াচ্ছেন, রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছেন। মানুষের কল্যাণই যেন তাদের ব্রত।

‘Save a life, give blood’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে
শরীয়তপুরের ডfমুড্যায় তিনশ’ তরুণ যুবকের প্রাণের সংগঠন ব্লাড টান্সফিউশন
অর্গানাইজেশন। এ সংগঠনের প্রায় ৯৫ জন সদস্য তরুণ ও যুবক। তাদের মূল
কার্যক্রম হচ্ছে মানুষের প্রয়োজনে রক্তদান করে জীবন বাঁচাতে সাহায্য করা।
কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে, জাতির এ ক্রান্তিলগ্নে তারা শুধু
রক্তদান করেই থেমে যান নি, তারা করোনাভাইরাস মোকাবেলায় নিম্ন ও মধ্যেবিত্ত
শ্রেণির বোবা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

ব্লাড ট্রান্সফিউশনের উদ্যোগে রক্তদান কর্মসূচি

নিম্ন ও নিম্নমধ্যবিত্ত শ্রেণিই বর্তমান সময়ে সবচেয়ে বেশি অসহায় ও
মানবতর জীবনযাপন করছে। তারা লোকলজ্জার ভয়ে না পারে কারো কাছে হাত পাততে,
না পারে সাধারণ গরীবের মতো লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে। এমতাবস্থায় তাদের
পাশে স্বর্গীয় দূতের মতোই এসে রাতের অন্ধকারে এক ব্যাগ ত্রাণ নিয়ে হাজির
হচ্ছে ব্লাড টান্সফিউশন অর্গানাইজেশন।

এখানেই শেষ নয়, তারা তাদের নিজেদের পকেট খরচের টাকা বাচিয়ে বাঁচিয়ে
এবং সংগঠনের সম্মানিত উপদেষ্টামন্ডলীর কাছ থেকে পাওয়া অনুদানের মাধ্যমে এ
কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এসব নিয়ে কথা হলো সংগঠনটির সভাপতি খাইরুল হারিস
প্পাপু সিকদারের সাথে। তিনি ভারটেক্স নিউজকে জানান, “যতদিন এ পরিস্থিতির
উন্নতি না হবে ততদিনই চলবে আমাদের এ ক্ষুদ্র পরিসরে কার্যক্রম।”

Leave a Reply