ঢাবিতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন কাউন্সিলর আসাদ

Share on Facebook

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিকশাচালক, শ্রমিক, গরিব ও দুস্থ
জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণের উদ্যােগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ
সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার অর্থ সহায়তায় এ খাবার
বিতরণের উদ্যােগ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশানের ২১ ওয়ার্ডের
কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ।

আজ রবিবার (২৯ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়ক দ্বীপ ও এর
আশপাশের এলাকায় মঙ্গলবার সকাল পর্যন্ত প্রতিদিন এ আয়োজন করা হয়।
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ আয়োজন চলবে বলেও জানায়
তিনি।

আসাদুজ্জামান আসাদ বলেন, করোনা প্রতিরোধের জন্য সরকারের আহবানে সাড়া
দিয়ে মানুষ বাড়িতে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে দিনমজুর, রিকশাচালক,
শ্রমিকরা অভাবের মধ্যে দুঃখ-দুর্দশায় দিনযাপন করছে। এসব গরিব ও দুস্থদের
মৌলিক চাহিদা পূরণের জন্য এ উদ্যােগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিত্তবানদেরও এমন উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমার
সামর্থ্যের মধ্যে আমি চেষ্টা করছি। সারাদেশে বিত্তবানদের উচিত এ ধরনের
ব্যাপক কার্যক্রম গ্রহণ করা। জাতির এ দুর্দিনে তাদের ভুমিকা রাখা প্রয়োজন।’
পরিস্থিতি স্বাভাবিবক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি
জানান।

এর আগে ওয়ার্ডে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন জায়গায় জীবানুনাশক স্প্রে
করেন আসাদুজ্জামান আসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, শিক্ষক,
কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন, ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাসা-বাড়ি ও
গণপরিবহনে জীবাণুনাশক স্প্রে করেন তিনি।

এছাড়া শাহবাগ ও বাংলামটরের কয়েকটি জায়গায় সাবানসহ পানির ফিল্টারের
ব্যবস্থা করেছেন।রিকশাচালক, দিনমজুর ও পথচারীরা যাতে হাত ধুয়ে জীবানুমুক্ত
থাকতে পারে সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে।

আসাদ জানান, রিকশাচালক, দিনমজুর ও পথচারীরা সবসময় বাইরে থাকায় তাদের
মাধ্যমে জীবানু ছড়িয়ে পড়তে পারে। তারা যাতে আক্রান্ত না হয় এবং অন্যদের
মাঝে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য এ ধরণের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply