বিমানবন্দরে করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতা

Share on Facebook

চীনসহ পৃথিবীর
বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশে সব ধরনের
প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলে যাতে তার চিকিৎসায়
কোনো সমস্যা না হয় সেজন্য ঢাকায় দুটি হাসপাতালে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে থার্মাল স্ক্যানারের পাশাপাশি অতিরিক্ত হ্যান্ড স্ক্যানার
সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রতিদিন সকালে সভা করে ওইদিনের কার্যক্রম নির্ধারণ করা
হচ্ছে।

এদিকে রোববার এক
জরুরি সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কোনোভাবে ভাইরাসটি বাংলাদেশে ছড়িয়ে পড়লে
বড় ক্ষতির কারণ হতে পারে। এজন্য আগামীকাল মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে চীন
ভ্রমণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। এদিন সংসদে মন্ত্রী জানান,
করোনাভাইরাসটি রোধে নৌ, স্থল ও বিমানবন্দরে
স্ক্যানার বসানো হয়েছে।

রোববার করোনাভাইরাস
প্রতিরোধে সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত
মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা বলেন,
ভাইরাসটি সম্পর্কে চীন প্রতিদিন সর্বশেষ তথ্য বিশ্ব স্বাস্থ্য
সংস্থাকে অবহিত করে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই তথ্য সদস্য রাষ্ট্রগুলোকে
সরবরাহ করে।

এসব তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও করণীয়
নির্ধারণে স্বাস্থ্য অধিদফতরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের
সর্বশেষ তথ্য পর্যালোচনা করে করণীয় নির্ধারণে প্রতিদিন সকালে সভা করা হচ্ছে।
অধ্যাপক সানিয়া জানান, আমাদের দেশে এ ভাইরাস আসার ঝুঁকি
রয়েছে।

তাই আমরা সব ধরনের
প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং মহাখালীর সংক্রামক
ব্যাধি হাসপাতালে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে এ ভাইরাসে আক্রান্ত কোনো
রোগী পেলে চিকিৎসায় কোনো সমস্যা না হয়। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে তিনটি থার্মাল স্ক্যানারের একটি নষ্ট হয়ে পড়ায় অতিরিক্ত একাধিক
হ্যান্ড স্ক্যানার পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এখন
পর্যন্ত শুধু ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের স্ক্যানার পর্যবেক্ষণ করা
হচ্ছে। দেশের সব স্থল ও সমুদ্রবন্দরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কিন্তু সমুদ্র ও
স্থলবন্দরে এখনও স্ক্যানার বসানো হয়নি। তিনি বলেন, ভারতে
আক্রান্তের বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ
অবস্থার সৃষ্টি হলে স্থলবন্দরগুলোতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন,
এ ভাইরাসের ক্ষেত্রে আমরা আমাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার
করছি। এ ক্ষেত্রে দেশবাসীকে আতঙ্কিত না হতে পরামর্শ দেন তিনি।

Leave a Reply