খুলনায় তৈরি হচ্ছে পাঁচতারকা হোটেল রেডিসন

Share on Facebook

রাজধানী ঢাকা ও চট্টগ্রামের পর কক্সবাজারে তৈরি হচ্ছে রেডিসন হোটেল গ্রুপের তৃতীয় হোটেল। ইতোমধ্যে বাংলাদেশে তাদের চতুর্থ ফ্র্যাঞ্চাইজির ঘোষণা এসেছে। এবার খুলনায় তৈরি হচ্ছে পাঁচতারকা হোটেল ‘রেডিসন’। শহরের প্রাণকেন্দ্রে দুই একর জায়গার ওপর এর নির্মাণকাজ চলছে। রেডিসন হোটেল গ্রুপ ও গ্র্যান্ড হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের হোটেল ম্যানেজমেন্টের আওতায় এটি পরিচালিত হবে।

সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে রেডিসন হোটেল গ্রুপ ও দি গ্র্যান্ড হোটেল অ্যান্ড হসপিটালিটি
লিমিটেডের মধ্যে একটি চুক্তিস্বাক্ষর হয়েছে। এ সময় ছিলেন রেডিসন হোটেল গ্রুপের
দক্ষিণ এশিয়ার চেয়ারম্যান ইমেরিটাস ও মুখ্য উপদেষ্টা কেবি কাচরু, গ্র্যান্ড হোটেল
অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের চেয়ারম্যান গাজী মিজানুর রহমান ও ব্যবস্থাপনা
পরিচালক গাজী সেজান তানভীর।

চুক্তিস্বাক্ষরের পর
রেডিসন হোটেল গ্রুপের দক্ষিণ এশিয়ার চেয়ারম্যান ইমেরিটাস ও মুখ্য উপদেষ্টা কেবি
কাচরু বলেন, ‘বাংলাদেশের দ্বিতীয় পর্যটন নগরী খুলনায় আমাদের চতুর্থ প্রপার্টির কাজ
শুরুর প্রক্রিয়া সম্পন্ন করে আমরা অত্যন্ত খুশি। এটি হবে আমাদের ব্যবসার মূল
চালিকাশক্তি, কেননা আমরা খুলনায় করপোরেট অতিথি ও ভ্রমণপিপাসুদের
জন্য আন্তর্জাতিক মানের উন্নত পাঁচতারকা হোটেল স্থাপন করতে যাচ্ছি।’

সুন্দরবনকেন্দ্রিক
পর্যটন ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য নতুন রেডিসন ব্যাপক
ভূমিকা রাখবে বলে আশাবাদী গ্র্যান্ড হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক গাজী সেজান তানভীর। তার কথায়, ‘খুলনা অদূর ভবিষ্যতে একটি বৃহৎ বাণিজ্যিক
নগরীতে পরিণত হতে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতু, খানজাহান আলী
বিমানবন্দর, মোংলা বন্দরের সঙ্গে দক্ষিণবঙ্গ ও রাজধানী
ঢাকার সংযোগ রেলসড়ক নির্মাণ সম্পন্ন হলে এবং মোংলা বন্দরের ইপিজেডকে কেন্দ্র করে
খুলনা শহরের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।”

খুলনায় তৈরি হতে
যাওয়া পাঁচতারকা হোটেল রেডিসন ২০২২ সালের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হবে।
এতে থাকবে আন্তর্জাতিক মানের ১৫০টি কক্ষ,
একাধিক খাবার ও পানীয় আউটলেট, বিশেষায়িত
রেস্তোরাঁ, কফি শপ, সভা-সেমিনার করার
অত্যাধুনিক হল রুমসহ একটি সুইমিং পুল।

Leave a Reply