ইউএস-বাংলার বহরে পঞ্চম এটিআর ৭২-৬০০

Share on Facebook

শুক্রবার (১৭
জানুয়ারি) বিকাল ৩টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ
করে এটিআর ৭২-৬০০। এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের পরিচালক
(অপারেশনস) ক্যাপ্টেন মনিরুল হক জোয়ারদার ও পরিচালক (প্রশাসন) মুসা মোল্লাহ।

ইউএস বাংলার
মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ফ্রান্সের ফ্র্যান্কাজল এয়ারপোর্ট থেকে
মিসর ও ওমান হয়ে নতুন সংযোজিত বিমানটি ঢাকায় এসেছে। এটি অবতরণের পর সার্বিক
উন্নতির জন্য দোয়া কামনা করা হয়।

জানা গেছে, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ
হিসেবে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটিআর ৭২-৬০০
উড়োজাহাজ বহরে যুক্ত করা হয়েছে। এ মাসের মধ্যে একই মডেলের আরেকটি ও আগামী জুনের
মধ্যে নতুন আরও চারটি আকাশযান আনার পরিকল্পনা রয়েছে এই বিমান সংস্থার।

ইউএস-বাংলার নতুন
বিমানের সামনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারাইউএস-বাংলার বহরে থাকা ১২টি বিমানের মধ্যে
বোয়িং ৭৩৭-৮০০ চারটি, ড্যাশ৮-কিউ৪০০ তিনটি ও এটিআর ৭২-৬০০ আছে পাঁচটি। ২০১৪ সালের ১৭ জুলাই দুটি
ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে
যাত্রা শুরু করে ইউএস-বাংলা। গত ৬ জানুয়ারি পথচলার ২০০০তম দিন অতিক্রম করেছে
প্রতিষ্ঠানটি। 

বর্তমানে
অভ্যন্তরীণ সব রুটসহ ইউএস-বাংলার আন্তর্জাতিক গন্তব্যগুলো হলো ভারতের কলকাতা ও
চেন্নাই, ওমানের মাস্কাট, কাতারের দোহা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, সিঙ্গাপুর, থাইল্যান্ডের ব্যাংকক ও চীনের গুয়াংজু।

৫ম এটিআর ৭২-৬০০
এয়ারক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার
সময় ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উর্ধতন
কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply