যাদুর বরফ গুহা আইসল্যান্ডে

Share on Facebook

আইসল্যান্ডের বরফ গুহার ছবিগুলোর
ক্যাপশনে জ্যাকব পার্লিকোস্কি লিখেছেন,
গুহায় ঢুকতেই মূহুর্তের মাঝেই আমাদের দৃষ্টি থেকে হারিয়ে গেলো রূঢ়, ক্ষুধার্ত এই
পৃথিবী। এই ছবিগুলোতে যে স্থানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র দিন দুই আগেই এই
জায়গাটার ছিলো সম্পূর্ণ ভিন্ন এক রূপে। ঠিক এখানটাতেই ছিলো প্রবলবেগে বয়ে যাওয়া এক
নদী। প্রাকৃতিক শক্তির কাছে পরাস্ত না হওয়া রূপের ছবিগুলোই আমি তুলতে পেরেছি কেবল।

আপনি যদি কোন বরফের
গুহাতে ঘুরতে চান, তবে গাইডের সাহায্য অবশ্যই নিন। একা একা এসব গুহায় ঢুকে পড়াটা
শুধু বোকামিই নয়, একইসাথে ঝুঁকি তা নিরাপত্তার জন্যও। আমার এই ভ্রমণের সময়ে, আমি অভিজ্ঞ
গাইডের সাহায্য নেয়াই উচিত মনে করেছি। সকাল ১০টার দিকে জোকুলসার্লন গ্লাসিয়ার
ল্যাগুনের পার্কিং লটে তাদের সাথে আমি দেখা করি। গাইড তার অফিসে আমাকে আমন্ত্রণ
জানায় ট্যুরের জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতি (ক্র্যাম্পন, বরফের ওপরে হাঁটার জন্য
কুড়াল, হেলমেট এবং হারনেস) দেবার জন্য। তার অফিসটি আসলে একটি অভিযোজিত ভ্রাম্যমান
বাস।

বরফের এই গুহায় যেতে
আমাদের সময় লেগেছিলো প্রায় ২ ঘন্টার মতো। তারপর ঢুকে পড়লাম আমরা এই গুহার ভেতরে,
আর উপভোগ করলাম প্রকৃতির সত্যিকারের যাদু! অবাস্তব আর অসম্ভব এই অভিজ্ঞতা ভুলতে
পারবো না আমি কখনো!

Leave a Reply