মাত্র ১১ মিনিটেই প্রথম ফ্লাইট বিক্রি করেছে স্টারলাক্স এয়ারলাইন্স!

Share on Facebook

তাইওয়ানিজ এয়ারলাইন্স স্টারলাক্সের প্রথম ফ্লাইট চালু হচ্ছে ২০২০ সালের ২৩
জানুয়ারীতে। কিন্তু এই এয়ারলাইন্সের জনপ্রিয়তা এখনই প্রায় আকাশচুম্বি। আন্তর্জাতিক
সংবাদসংস্থা সিএনএনের মাধ্যমে জানা গেছে, ১৬ ডিসেম্বরে এয়ারলাইন্সটির প্রথম তিনটি
ফ্লাইট চালু করবার মাত্র ১১ মিনিটের মাথায়ই বিক্রি হয়ে গেছে সব টিকিট। সব টিকিটই
বিক্রি হয়েছে অনলাইনের মাধ্যমে। ফ্লাইটগুলো ছিলো, তাইপেই-মাকাউ, তাইপেই-পেনাং ও
তাইপেই-দানাং।

তাইপেই-মাকাউ ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে যায় টিকিট ছাড়বার ৬ মিনিটের
মাঝে। তাইপেই-দানাংয়ের টিকিট শেষ হয় ৯ মিনিটে। এবং তাইপেই-পেনাংয়ের টিকিট শেষ হয়
১১ মিনিটের মাঝেই। ১৮৮ টি করে সিট রয়েছে প্রতিটি ফ্লাইটেই।

‘এশিয়ার এমিরাটস’ হিসেবে পরিচিতি পাওয়ার কারনেই এমনটা হয়েছে বলে ধারনা করা
হচ্ছে। এছাড়াও, স্টারলাক্সই তাইওয়ানের প্রথম বিলাসবহুল বুটিক এয়ারলাইন্স।
ইতিমধ্যেই বিমানশিল্পের স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে
নতুন এই কোম্পানি।

যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছে তারা নিজেদেরকে ‘এশিয়ার এমিরাটস’ হিসেবে
ব্র্যান্ডিং করার মাধ্যমেই। স্টারলাক্সের অফারের মাঝে বিলাসবহুলতা আছে দুবাইয়ের
এয়ারলাইন্স এমিরাটসের মতো ০করেই। বহরের ১০এ৩২১এনইওএস ও ১৭এ৩৫০এস বিমান দু’টিতে ইকোনমির
যাত্রীদের জন্য থাকছে প্রচুর লেগরুম ও বড় স্ক্রিনের টিভি এবং বিজনেস কেবিনে থাকছে
ঘুমাবার জন্য বিছানা ও উন্নতমানের খাবার।

Leave a Reply