বিশ্বকে সংযুক্ত করার ৭৫ বছর পূর্তি

Share on Facebook

এবারের আন্তর্জাতিক
সিভিল এভিয়েশন দিবসের তাৎপর্য অন্যরকম। কারণ আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা
(আইকাও) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এ বছর। ফলে দিবসটির প্রতিপাদ্যে ছোঁয়া
আছে এর। এবারের প্রতিপাদ্য ‘বিশ্বকে সংযুক্ত করার ৭৫ বছর’।

আইকাও এক বিবৃতিতে
জানিয়েছে– বিশ্বব্যাপী
এভিয়েশনে নিরাপদ, সুরক্ষিত ও অবাধ সংযোগের মৌলিক সামর্থ্যের
দিকে আলোকপাত করেছে আইকাও। বর্তমান সময়ের মতো আগামী দিনে এভিয়েশন খাতে উদ্ভাবনী
শক্তির ওপর গুরুত্বারোপ করতে হবে।

প্রতি ৫ বছর অন্তর আইকাও বার্ষিকীর (২০১৪, ২০১৯, ২০২৪, ২০২৯, ইত্যাদি) সাথে মিল রেখে আইকাও কাউন্সিল আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন দিবসের জন্য একটি বিশেষ বার্ষিকীর থিম প্রতিষ্ঠা করে। এই বার্ষিকী বছরের মধ্যে, কাউন্সিলের প্রতিনিধিরা চার বছরের মধ্যবর্তী সময়ের জন্য একটিমাত্র থিম নির্বাচন করে।

আইকাও হলো জাতিসংঘের বিশেষ সংস্থা। বিশ্বজুড়ে নিরাপদ ও সুনিয়ন্ত্রিত আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ১৯৪৪ সালে এটি গঠন করা হয়। ১৯২টি সদস্য রাষ্ট্রের সহযোগিতায় ফোরাম হিসেবে কাজ করে এই সংস্থা। আইকাওর ভিত্তি প্রতিষ্ঠার ৭৫ বছরে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন নেটওয়ার্ক চার বিলিয়ন যাত্রী বহন করে প্রতিবছর।

Leave a Reply