হোটেল হিল ভিউ – বান্দরবন

Share on Facebook

হোটেল হিল ভিউ বান্দরবন শহরের অন্যতম বড় আর পুরনো আবাসিক হোটেল। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেল হিল ভিউ পরিপাটি সার্ভিসের জন্য ব্যপকভাবে পরিচিত। বান্দরবানে প্রবেশ করতেই দেখতে পাবেন হোটেল হিল ভিউ। বাস স্ট্যন্ড রোডে অবস্থিত এই হোটেলটির দুই পাশেই রয়েছে সবুজে মোড়ানো পাহাড়। এখানকার সব আসবাবপত্র দেশের সেরা কাঠ সেগুন দিয়ে তৈরি। এছাড়া হোটেলে একটি কনফারেন্স হলও আছে। শুধু ভ্রমণ নয় মিটিং, কনফারেন্স বা অন্য যেকোন আয়োজনের জন্য বান্দরবান গেলে এই হোটেলেই সব পাওয়া যাবে। হোটেলের ভ্রমণ ডেস্ক থেকে স্থানীয় দর্শনীয় স্থান এবং আশেপাশের এলাকায় যাওয়ার তথ্য জেনে নেয়া যায়। মোটকথা ছুটি কাটানোর জন্য এই হোটেলটি হতে পারে পারফেক্ট ডেস্টিনেশন।

Image result for হোটেল হিল ভিউ

হোটেল হিল ভিউ-এর সেবাসমূহ:

– সিসি টিভি ক্যামেরা ও উন্নত সিকিউরিটি

– সব রুমে পিএবিএক্স ফোন

– এসি/ নন এসি রুম

– জেনারেটর সার্ভিস

– রুম সার্ভিস

– এলইডি টিভি (ডিস লাইনসহ)

– লিফট সার্ভিস

– গরম ও ঠান্ডা পানি

– সার্বক্ষনিক  চিকিৎসক

 

হোটেল হিল ভিউ-এর সুযোগ-সুবিধা:

– ফ্রি ওয়াইফাই

– দৈনিক পত্রিকা

– প্রার্থনা ঘর

– রেস্টুরেন্ট

– মিনারেল ওয়াটার (প্রতিদিন)

– প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম

– লন্ড্রি ও ড্রাই ক্লিনিং সুবিধা

– মিটিং, কনফারেন্স ও হল রুম

– কার ও বাস পার্কিং

Image result for হোটেল হিল ভিউ

হোটেল হিল ভিউ-এর খরচ:

১. ফ্যামিলি ডিলাক্স (কাপল+কাপল বেড) ৪ জন। রুমপ্রতি ভাড়া: এসি- ৪ হাজার; নন এসি- ২ হাজার ৫০০।

২. ফ্যামিলি স্ট্যান্ডার্ড (কাপল+সিঙ্গেল বেড) ৩ জন। রুমপ্রতি ভাড়া: এসি- ৩ হাজার ৫০০; নন এসি- ২ হাজার ২০০।

৩. এক্সক্লুসিভ (সিঙ্গেল+সিঙ্গেল+সিঙ্গেল বেড) ৩ জন। রুমপ্রতি ভাড়া: এসি- ৩ হাজার ৫০০; নন এসি- ২ হাজার ২০০।

৪. ডিলাক্স (কাপল) ২ জন। রুমপ্রতি ভাড়া: এসি- ২ হাজার ৬০০; নন এসি- ১ হাজার ৮০০।

৫. স্ট্যান্ডার্ড – ২ জন। রুমপ্রতি ভাড়া: নন এসি- ১ হাজার ৫০০।

Leave a Reply