যেতে পারেন ব্যাকওয়াটার ফ্লোটিং মার্কেট

Share on Facebook

বরিশালের ভাসমান পেয়ারা বাজারের কথা অনেকেই শুনেছেন। ঠিক এমনই একটি ভাসমান বাজার আছে খুলনাতেও। তবে এই বাজারে বিক্রি হয় শসা। খুলনার অদূরে তেরখাদায় এই বাজারের অবস্থান। আসে পাশের গ্রামগুলো থেকে চাষিরা নৌকায় করে শসা নিয়ে আসে বিক্রি করতে। একবারে স্বচ্ছ পানি আর পাখির কলরব আপনার মন কাড়বে। আরও থাকছে পেট চুক্তি শসা খাওয়া। আপনি যত খুশি শসা খেতে পারবেন। অদ্ভুত সুন্দর একটা জায়গা এই ফ্লোটিং মার্কেট । নৌকায় করে ঘোরা যায় অনেক দুর পর্যন্ত। বরিশালের ব্যাকওয়াটার ফ্লোটিং মার্কেটের সাথে এটার সবচাইতে বড় পার্থক্য এখানকার খালে সামান্যতম স্রোত নেই।

 

হাট বসে

প্রতি রবি,মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে।

 

কীভাবে যাবেন

খুলনার জেলখানা ঘাটের ফেরি পার হয়ে প্রায় ৪০ কিলোমিটার যেতে হয়। সেনের বাজার থেকে আমতলা (বাসে করে), আমতলা থেকে বলরামপুর প্রাইমারি স্কুল ভ্যানে করে যেতে পারবেন।

 

কোথায় থাকবেন

খুলনা থেকেই এই ফ্লোটিং মার্কেটে যেতে পারবেন আরখুলনা শহরে থাকার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে।

Leave a Reply