কুম্ভ মেলা উপলক্ষ্যে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানের ঘোষণা

Share on Facebook

স্পাইস জেটের পর এবার এয়ার ইন্ডিয়া কুম্ভ মেলা উপলক্ষ্যে দিল্লি থেকে প্রয়াগরাজ রুটে প্রতিদিন বিশেষ বিমান চালাবে৷ গত শুক্রবারে এই বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়, ১৩ জানুয়ারি থেকে ৩০ মার্চ অবধি বিশেষ বিমান চালাবে এয়ার ইন্ডিয়া৷

এই আড়াই মাস দিল্লি থেকে প্রয়াগরাজ এবং কলকাতা ও আমেদাবাদ রুটে এয়ার ইন্ডিয়ার বিমান ওঠানামা করবে৷ এর আগে স্পাইস জেটও ৬ জানুয়ারি থেকে ৩০ মার্চ অবধি প্রতিদিন দিল্লি-প্রয়াগরাজ রুটে বিশেষ বিমান চলাচলের কথা ঘোষণা করেছিল৷ যাত্রীদের কথা চিন্তা করে টিকিটের দামও সস্তা রাখে স্পাইস জেট৷

অপরদিকে যোগী সরকার কুম্ভমেলায় কোনও খামতি রাখতে চাইছে না৷ যাত্রীদের  স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে উত্তরপ্রদেশ সরকার হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনকে প্রতিদিন ৫০০টি অতিরিক্ত বাস চালানোর অনুরোধ করে৷ এই বাসগুলি বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীদের নিয়ে প্রয়াগরাগ আসবে৷ গত শুক্রবার জানান যোগী মন্ত্রীসভার এক সদস্য৷ এছাড়া মহাকুম্ভের ভিড় সামলাতে উত্তর মধ্য রেলের তরফে অতিরিক্ত ৮০০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি প্রয়াগরাজ জেলার বিভিন্ন শহরের মধ্যে চলাচল করবে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রী এবং পর্যটকরা সহজেই কুম্ভমেলায় যোগ দিতে পারবে।

কুম্ভমেলায় এবছর ১২ কোটি পুণ্যাথীর ঢল নামতে চলেছে এমনটাই জানাচ্ছে উত্তরপ্রদেশ প্রশাসন৷ ১৫ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হচ্ছে কুম্ভমেলা৷ যাকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ৷ এটি বিশ্বের সবথেকে বড় সাংস্কৃতিক ও ধর্মীয় মেলা৷ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত এই মেলা শেষ হবে ৪ মার্চ৷

Leave a Reply