বাইসাইকেলে ৫৫ দিনে ভারত থেকে সিঙ্গাপুর

Share on Facebook

বাইসাইকেলে ভ্রমণের জন্য
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (সিএ) চূড়ান্ত বর্ষের পরীক্ষা হাতছাড়া করেছেন
হিমাংশু। যদিও এ নিয়ে মোটেও অনুতপ্ত নন তিনি। কারণ সিএ হিসেবে ক্যারিয়ার গড়ার কোন
ইচ্ছে তার নেই। তখনই বাইসাইকেলে বিভিন্ন দেশ অভিযানের কথা ভেবেছেন তিনি। এরপর কোনও
পৃষ্ঠপোষকতা ছাড়াই বেরিয়ে পড়েছেন এই তরুণ।

ভ্রমণ
এ বছরের ২০ আগস্ট যাত্রা শুরু করেন হিমাংশু। বাইসাইকেল একমাত্র সঙ্গী হওয়ায় খুব বেশি লাগেজ নিতে পারেননি তিনি। তাই শুধু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে জমানো টাকা নিয়েই রওনা দিয়েছেন। তার সঙ্গে ছিল চাকা মেরামতের সরঞ্জাম, ইনফ্ল্যাটেবল ম্যাট্রেস (কৃত্রিম তোশক), এয়ার পাম্প, কিছু পোশাক, ফার্স্ট এইড কিট, পানির বোতল, মোবাইল ফোন, স্লিপিং ব্যাগ ও ক্যাম্পিং গিয়ার।

রাঁচি থেকে সিঙ্গাপুর পৌঁছাতে
৫৫ দিন লেগেছে হিমাংশুর। প্রতিদিন প্রায় ১৫০ কিলোমিটার করে পাড়ি দিয়েছেন তিনি।
নিজের খরচ নিজে চালিয়েছেন বলে রাতে থাকার জন্য স্থানীয়দের ওপর নির্ভর করতে হয়েছে
তাকে।

বার্মাতে

ভ্রমণের প্রস্তুতি
হিমাংশু গত বছর পর্যন্ত টানা ১০ কিলোমিটারের বেশি পাড়ি দেননি। কিন্তু এ বছর ভারতের
মানালি থেকে লাদাখ পর্যন্ত সাইকেল ট্যুরে বের হন তিনি। গন্তব্যে পৌঁছাতে তার
লেগেছিল ছয় দিন। এরপর সিঙ্গাপুর ভ্রমণের জন্য নয় মাস প্রস্তুতি নিয়েছেন।

ভ্রমণের রুট
৫৫ দিনের দীর্ঘ ভ্রমণে বাংলাদেশেও এসেছিলেন হিমাংশু গোয়েল। ফরিদপুরের পর্যটন
আকর্ষণ ধলার মোড়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন
তিনি।
এর আগে ত্রিপুরা, আসাম ও মনিপুর পাড়ি দেন। বাংলাদেশ থেকে মিয়ানমার, থাইল্যান্ড,
মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুরে পৌঁছান তিনি। সব দেশের জন্য তার ট্যুরিস্ট ভিসা ছিল।
তিনি ভেবেছিলেন, সব ঠিকঠাকই হয়ে যাবে। কিন্তু থাইল্যান্ডে মাত্র ১৫ দিন মেয়াদি
ভিসা দেওয়া হয় তাকে। এত স্বল্প সময়ের মধ্যে দেশটির প্রায় দেড় হাজার কিলোমিটার পথ
অতিক্রম করতে হয় তাকে।

জীবন বদলে যাওয়া ঘটনা
হিমাংশুর সাফল্যের পথটা সহজ ছিল না। একবার তো তিনি ভেবেছিলেন আর এগোতে পারবেন না!
দীর্ঘ ভ্রমণে মালয়েশিয়ার একটি মন্দির ঘুরতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছিলেন।
মোটরসাইকেলে স্থানীয় এক তরুণ তার বাইসাইকেলের চাকা ফুটো করে ছুরি দেখিয়ে টাকা-পয়সা
চেয়ে বসে। পরে শুধু ঘড়ি নিয়েই কেটে পড়ে ছিনতাইকারী।

আরেকবার আসাম অতিক্রমের সময় একটি
গাড়ির ধাক্কা খেয়ে বাইসাইকেল নিয়ে পড়ে যান হিমাংশু। তখন তার কাঁধ ও হাতের তালুতে
রক্ত ঝরছিল। তবুও আরও ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তবেই বিশ্রাম নেন তিনি।

এই সফল ও অনুপ্রেরণাদায়ক ভ্রমণ শেষে ভবিষ্যতে বাইসাইকেলে
ভারত থেকে ইউরোপ পাড়ি দেওয়ার পরিকল্পনাও করছেন হিমাংশু।

Leave a Reply