এমিটেরটস এয়ারলাইন্সে মূল্যছাড়

Share on Facebook

বিশ্বের
প্রথম সারির এই এয়ারলাইন্সের রয়েছে রয়েছে
বহুভাষী ও
বিভিন্ন সংস্কৃতির
মিশেলে অভিজ্ঞ কেবিন ক্রু। সব শ্রেণির যাত্রীদের
জন্য আন্তর্জাতিকমানের
সেবা প্রদানের পাশাপাশি
রয়েছে বাংলাদেশসহ বিভিন্ন
ঘরানার খাবার,
ইনফ্লাইট বিনোদন
ব্যবস্থা ‘আইস’ এর সাড়ে ৪
হাজারের বেশি
চ্যানেলে বাংলাদেশীসহ
বিভিন্ন দেশের
সিনেমা, টিভি
প্রোগ্রাম, মিউজিক লাইভ টিভি, পডকাস্ট
ইত্যাদি। এছাড়াও
প্রতি যাত্রীর
জন্য রয়েছে
২০ এমবি
সৌজন্যমূলক ওয়াই-ফাই ডাটা। 

নতুন বছরে এমিটেরটস এয়ারলাইন্স দিচ্ছে মূল্যছাড়। বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় মূল্যছাড় ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইনস। ইকোনমি শ্রেণিতে ১৫ শতাংশ এবং বিজনেস শ্রেণিতে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে। মূলছাড়ের এই অফারটি পেতে হলে ৭ থেকে ২০ জানুয়ারির মধ্যে টিকিট ক্রয় করতে হবে এবং সেই টিকেটে ভ্রমণ করা যাবে ১৩ জানুয়ারি থেকে ৩০ নভেম্বরের পর্যন্ত।  

দুবাই
ভিত্তিক এই এয়ারলাইন্সটি বিশ্বের ৮৫টি দেশ
ও অঞ্চলের
১৫০টির বেশি
গন্তব্যে ফ্লাইট
পরিচালনা করছে।
এসব গন্তব্যের
মধ্যে ইউরোপে
৪৩টি, আমেরিকায়
১৭টি, আফ্রিকায়
২৩টি, মধ্যপ্রাচ্যে
১৩টি এবং
দক্ষিণ আফ্রিকায়
১৭টি ফ্লাইট রয়েছে।  

বর্তমানে এমিরেটস এয়ারলাইন্স ঢাকা থেকে দৈনিক ৩টি
ফ্লাইট পরিচালনা
করছে এবং
আগামী ২৯
মার্চ  থেকে চালু হচ্ছে ৪র্থ
দৈনিক ফ্লাইট।
 

Leave a Reply