ফেসবুক মেসেঞ্জারে নতুন ইফেক্টস

Share on Facebook

ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ইফেক্টস যোগ করেছে, যেখানে এখন থেকে অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে সবাই অংশ নিতে পারবে। প্রতিষ্ঠানটি জানায়, এই ইফেক্ট এখন থেকে পাওয়া যাবে মেসেঞ্জারের ভিডিও কল আর মেসেঞ্জার রুমে। আবার জুমের মতো ভিডিও কনফারেন্সিং ফিচার ইনস্টাগ্রামেও শিগগিরই এই ইফেক্টস চালু হবে।

শুরুতেই ৭০টি গ্রুপ ইফেক্ট নিয়ে চালু হচ্ছে এই ফিচারটি। সঙ্গে থাকছে একটি গেম, যেখানে ভার্চুয়াল বার্গার বানানোর একটি প্রতিযোগিতা থাকছে। আবার একটি কমলা রঙের বিড়াল কলকে ফটোবম্ব করে দিচ্ছে। এটি আগেরই একটি অগমেন্টেড রিয়েলিটির স্থানান্তর, যেখানে আগে শুধু একজন অংশ নিতে পারতো। ফেসবুক আশা করছে, এ মাসের শেষ নাগাদ আরও কিছু গ্রুপ ইফেক্ট যোগ করা হবে।

ভার্জ জানায়, এ মাসে মেসেঞ্জারে আরও কিছু ফিচার আনার ঘোষণা দিয়েছে ফেসবুক। নতুন ওয়ার্ড ইফেক্টস আইওএসে সাপোর্ট করবে। অ্যান্ড্রয়েডেও করতে পারে। নতুন এই ইফেক্টে বিশেষ কিছু শব্দ টাইপ করলে নির্দিষ্ট কিছু অ্যানিমেশন প্রদর্শিত হবে তার ওপর। এছাড়া সাউন্ড মোজিস নামেও নতুন একটি ইফেক্ট আসছে।

Leave a Reply