নেপালের রানের পাহাড় টপকে জয় তুলে নিলো নেদারল্যান্ডস

Share on Facebook

রেকর্ড রান করেও জিততে পারেনি নেপাল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ২০৬ রান করেও জয় পায়নি নেপাল।

রেকর্ড রান তাড়া করে জয়ের ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস। ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করে জয়ের মধ্য দিয়ে নেদারল্যান্ডস ভেঙেছে পাকিস্তানের মাইলফলক।

চলতি মাসের ১৪ এপ্রিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার স্পোর্টস পার্কে ২০৪ রানের টার্গেট তাড়া করে জয় পেয়েছে পাকিস্তান। বাবর আজমদের সেই রেকর্ড ভেঙ্গে দিল নেদারল্যান্ডস। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড  ২৪৪ রান তাড়া করে জয়ের ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া। 

মঙ্গলবার নেপালের কৃর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে ত্রিদেশীয় (নেপাল-নেদারল্যান্ডস-মালয়েশিয়া) টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২০৬ রান করে স্বাগতিক নেপাল। দলের হয়ে ৬২ ও ৬০ রান করে করেন কুশাল ব্রুটাল ও দিপেন্দ্র সিং আয়ার।

টার্গেট তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস। দলের হয়ে ৪২ বলে ৭টি চার ও পাঁচটি  ছক্কায় সর্বোচ্চ ৮১ রান করে অপরাজিত থাকেন বেস ডি লিড। এছাড়া ৩৫ বলে ৫৫ রান করেন বেন কুপার।

Leave a Reply