জীববৈচিত্র‍্য সংরক্ষণে ঐক্যবদ্ধ তিন আন্তর্জাতিক পর্যটন সংস্থা

Share on Facebook

বিশ্বের জীববৈচিত্র‍্য সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিল (WTTC), জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (WTO) এবং টেকসই হসপিটালিটি এলায়েন্স।

১২ডিসেম্বর (সোমবার) মন্ট্রিলে অনুষ্ঠিত কপ১৫ (COP15) সম্মেলনে জানান হয় যে ২০৩০সালের মধ্যে জীববৈচিত্র‍্যের ক্ষতি কমিয়ে আনার রূপকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি খাতকে সহযোগিতা করবে পর্যটনের নেতৃস্থানীয় তিন সংস্থা।

রূপকল্পে স্বাক্ষরকারীরা কার্বন নিঃসরণ কমিয়ে আনা, দূষণ প্রতিরোধ, সম্পদের টেকসই ব্যবহার এবং প্রকৃতি ও বন্যপ্রাণীকে রক্ষা ও পুনরুদ্ধার করে জীববৈচিত্র্য সুরক্ষার মাধ্যমে পরিবেশ বান্ধব টেকসই পর্যটন ধারা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক হোটেল গ্রুপ, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, পর্যটন গন্তব্য, এবং বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে কর্মরত আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনসহ ১৫০টি সংস্থা জীববৈচিত্র‍্য রক্ষা করে পরিবেশ বান্ধব পর্যটন রূপকল্পে স্বাক্ষর করেছে।

Leave a Reply