গুণীজন সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শনে সাগর

Share on Facebook

বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স এসোসিয়েশনের যশোর জেলার উইমেন্স স্ট্যান্ডিং কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২০ নভেম্বর। অভিষেক অনুষ্ঠানে যশোর জেলার কিছু গুণীজনকেও সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন এসোসিয়েশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর।

জমকালো এই অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে গতকাল সকালে যশোর পৌঁছান সাগর। উক্ত অনুষ্ঠানে ঢাকা থেকে আগত অতিথিদের জন্য রাত্রিযাপন ও পর্যটনের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করার ব্যবস্থাও আছে। এসব বিভিন্ন বিষয়ে সার্বিক দেখভাল করার জন্য সরেজমিন পরিদর্শনে যান তিনি। ভৈরব নদীর তীরে রাত্রি যাপনের জন্য অস্থায়ী শেড নির্মান, ক্যাম্পফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও গ্রামীণ মেলা আয়োজনের প্রস্তুতি দেখা শেষে যশোর শহরের অরিয়ন সুপার শপ রেস্টুরেন্টে বিটিইএ উইমেন্স স্ট্যান্ডিং কমিটির সাথে আলোচনায় বসেন। যশোর জেলা উইমেন্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নাছরিন হোসেনের সভাপতিত্বে ও ফারাজানা এনির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন যশোর উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তনুজা মায়া, ফারহার হক, সুবর্না আলম প্রমুখ। উক্ত প্রস্তুতি পরিদর্শন ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজ্‌ম এক্সপ্লোরার্স এসোসিয়েশনের পরিচালক আইসিটি অ্যান্ড কমিউনিকেশন এসকে কামরুল বাশার ও পরিচালক মেম্বারশীপ ডেভেলপমেন্ট খান মোহাম্মদ কাওসার আজিজ।