করোনা শুরুর দেড়শ’ দিন পর কক্সবাজার সমুদ্র সৈকত খুলছে আজ

Share on Facebook

কোভিড-১৯ এর কারণে বন্ধ থাকার ৫ মাস পর আজ পর্যটকদের জন্য কক্সবাজার সমুদ্র সৈকত খুলে দেয়া হচ্ছে ।

আজ সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সৈকত পরিদর্শন করে তা সবার উন্মুক্ত ঘোষণা করবেন জেলা প্রশাসক। এদিকে পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা ও প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়নে নানা উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। দীর্ঘদিন পর কক্সবাজার সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলো খুলে দেয়ায় খুশি হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বাংলাদেশে গত ৮ই মার্চ প্রথম করোনাভাইরাসের (কোভিড-১৯) রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ই মার্চ।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৫৭ জন। এদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৭ জন মহিলা।

Leave a Reply