ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, জাতীয় মসজিদে ১০০ বার কোরআন খতম ও বিশেষ দোয়া
Tweet
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টের শহীদদের। শোক আর স্মরণের সমন্বয়ে জনসমুদ্রের ঢল জানান দিচ্ছে আজও জাতির পিতা জীবিত কোটি মানুষের হৃদয়ে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরে মানুষ। সকাল থেকে শত শত মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার তাগিদ দেন।এদিকে, সারা দেশে, শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টের শহীদদের। আর শোক দিবস পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল জাতীয় মসজিদে ১০০ বার কোরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।ধিক্কার জানানো হচ্ছে ইতিহাসের এই ঘৃণ্য হত্যাযজ্ঞের প্রতি। চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিএমপি কমিশনারসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা। এছাড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। খুলনা বেতার কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা। পরে মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা জানান। বরিশাল নগরীর সোহেল চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া দিনব্যাপী কোরআন তেলাওয়াত, দোয়া-মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিলেট নগরীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া ভার্চুয়াল আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধু চত্ত্বরে মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রংপুর বিভাগীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজন ছাড়াও রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, দু:স্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার মধ্যদিয়ে ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। ফরিদপুর শহরের থানা রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শোক রেলি বের করা হয়। মেহেরপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া জয়পুরহাট, জামালপুর, মৌলভীবাজার, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মিলাদ মাহফিল, আলোচনা সভা, খাদ্য বিতরণসহ নানা কর্মসুচি নেয়া হয়েছে।
বঙ্গবন্ধু চত্ত্বরে মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রংপুর বিভাগীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজন ছাড়াও রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, দু:স্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার মধ্যদিয়ে ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। ফরিদপুর শহরের থানা রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শোক রেলি বের করা হয়। মেহেরপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া জয়পুরহাট, জামালপুর, মৌলভীবাজার, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মিলাদ মাহফিল, আলোচনা সভা, খাদ্য বিতরণসহ নানা কর্মসুচি নেয়া হয়েছে।
গতকাল জাতীয় শোক দিবসের ভোর থেকেই তাই ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ভীড় করেন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ। তাদের দাবি, বঙ্গবন্ধু হত্যার বিচার পুরোপুরি বাস্তবায়নের। করোনার কড়াকড়ি এতটুকু দমাতে পারেনি আগতদের। হাতভর্তি ফুল জানান দিচ্ছেন শ্রদ্ধা আর আবেগের সবটুকু জুড়েই আছে প্রিয় মাতৃভূমির স্বপ্নদ্রষ্টা। শহরজুড়েই শোকের ছায়া। তবে ধানমন্ডির ৩২ যেনো শোকাবহ এক টুকরো বাংলাদেশেরই প্রতিচ্ছবি হয়ে জানান দিচ্ছে কোটি বাঙালি অন্তরে আজও বঙ্গবন্ধুর আদর্শ বিরাজমান।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল জাতীয় মসজিদে ১০০ বার কোরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ ১৫ই আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বেলা ১১ টায় বায়তুল মুকাররমে ১০০ জন কোরআনে হাফেজের মাধ্যমে ১০০ বার পবিত্র কোরআন খতম করা হয়। এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক সচিব মো. নূরুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও এ বি এম আমিন উল্লাহ নূরী, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার ও সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। খতমে কোরআন ও আলোচনা সভার পর বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
মুনাজাতে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়। ধর্মসচিব মো. নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ দোয়া ও মুনাজাতে অংশ নেন। মুনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ ১৫ই আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে আজ সকাল সাড়ে ৯ টায় বনানী কবরস্থানে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
One thought on “ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, জাতীয় মসজিদে ১০০ বার কোরআন খতম ও বিশেষ দোয়া”
Leave a Reply
You must be logged in to post a comment.
কবমে ধর্ষণের মিথ্যা মামলা,বাধ্যতামূলক ডিএনএ টেস্ট