অগাস্ট থেকে বিমানের ঢাকা-কুয়েত ফ্লাইট শুরু

Share on Facebook

কোভিড-১৯ মহামারীর মধ্যে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অগাস্ট থেকে ঢাকা-কুয়েত রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, অগাস্ট থেকে প্রতি মঙ্গলবার ঢাকা-কুয়েত-ঢাকা রুটে সপ্তাহে একদিন ফ্লাইট চালানো হবে।

এছাড়া ঢাকা-দুবাই-ঢাকা রুটে বিমান এখন থেকে প্রতি সপ্তাহে তিনটির বদলে পাঁচটি শিডিউল ফ্লাইট চালাবে বলেও জানান তিনি।

মহামারীর কারণে বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশও গত মার্চের মাঝামাঝি সময়ে অধিকাংশ আন্তর্জাতিক রুটে নিয়মত যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।

বিভিন্ন দেশে বিধিনিষিধ শিথিল হওয়ার পর ১ জুন থেকে বাংলাদেশেও আন্তর্জাতিক ফ্লাইটগুলো ধীরে ধীরে সচল হচ্ছে।

বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন লন্ডন, দুবাই, আবুধাবি ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন।

Leave a Reply