আট ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গেরট্রেন চলাচল স্বাভাবিক

Share on Facebook

অবশেষে দীর্ঘ সময়ের চেষ্টায় টাঙ্গাইলে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ শেষ হয়েছে। ফলে লাইনচুত্যের ৮ ঘণ্টা পর আজ সকাল ৮টা ৪০ মিনিটে আবারও ঢাকার সঙ্গে উত্তরের ট্রেন চলাচল শুরু হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় ট্রেন সহকারী স্টেশন মাস্টার মনির আহমেদ জানান, ‘শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়।

ঘটনার পর থেকে এই লাইনে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে দীর্ঘ চেষ্টায় আজ সকাল ৮টা ৪০ মিনিটে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়। ফলে আবারও এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।’

তিনি জানান, ‘ঘটনার পর সেতুর উভয় পাড়ে ৪টি ট্রেন আটকা পড়েছিল। সেগুলো ছেড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৮ ঘণ্টা এই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।’

Leave a Reply