ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের

Share on Facebook

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব নায়েফ ফালাহ মুবারক আল-হাজারাফ দাবি করেছেন, ইরান অবরুদ্ধ ইয়েমেনে সমরাস্ত্র পাঠাচ্ছে। ইরানের কারণে রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকটের সমাধান করা যাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেছেন।

ইয়েমেনে আগ্রাসন পরিচালনাকারী সৌদি আরবের নেতৃত্বাধীন জোট এ পর্যন্ত বহুবার দাবি করেছে, ইয়েমেন যুদ্ধে ইরানের উপস্থিতি রয়েছে এবং দেশটিতে সমরাস্ত্র পাঠাচ্ছে তেহরান। আরব দেশগুলোর এ অভিযোগ সব সময়ই অস্বীকার করে এসেছে ইয়েমেন।

প্রকৃতপক্ষে গত পাঁচ বছরেরও বেশী ধরে সৌদির নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে ব্যাপক আগ্রাসন চালিয়ে এবং ১০ হাজারের বেশি নাগরিককে হত্যা করেও তাদের তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি; আর সে ব্যর্থতা ধামাচাপা দিতেই ইরানের বিরুদ্ধে অভিযোগ এনেছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ।

Leave a Reply