বিমানে দুবাই-আবুধাবি যেতে লাগবে নির্দিষ্ট হাসপাতালের করোনা নেগেটিভ সার্টিফিকেট

Share on Facebook

যে কোন যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই ও আবুধাবি যেতে হলে পিসিআর টেস্টের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।

আর টেস্ট করতে হবে সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক অনুমোদিত পরীক্ষাগারে। এই পরীক্ষা ভ্রমণের ৯৬ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে। শনিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এসব তথ্য জানায়।

বিমান জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সরকারের নির্দেশনা অনুযায়ী ১৪ জুলাই থেকে আবুধাবিগামী এবং ১৭ জুলাই থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের বাংলাদেশে থেকে করোনাভাইরাসের জন্য পিসিআর টেস্ট সম্পন্ন করে সার্টিফিকেট গ্রহণ করতে হবে।

টেস্ট করতে হবে ইউএই সরকার নির্ধারিত পরীক্ষাগারে। কেবলমাত্র নেগেটিভ সার্টিফিকেটধারীরা আবুধাবি ও দুবাইগামী বিমানে ভ্রমণ করতে পারবেন।

Leave a Reply