এবার পবিত্র হজ সীমিত আকারে হচ্ছে

Share on Facebook

করোনাভাইরাস মহামারীর কারণে বর্তমানে কেবল সৌদি আরবে অবস্থান করছেন এমন মুসলিমদের বাইরে অন্য দেশের কারও এ বছর হজ করার সুযোগ থাকছে না । সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সোমবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

‘খুবই স্বল্পসংখ্যক’ মুসল্লির অংশগ্রহণে সীমিত আকারে হজ অনুষ্ঠিত হবে জানিয়ে এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন দেশের যেসব নাগরিক বর্তমানে সৌদি আরবে আছেন তারা হজে অংশ নিতে পারবেন।

আরব নিউজ জানায়, করোনাভাইরাস মহামারী পরিস্থিতির কারণে বর্তমানে সৌদি আরবে ভ্রমণের সুযোগ নেই।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ওমরাহ হজ, ভ্রমণ ভিসা, বিদেশ থেকে আসা বা দেশ থেকে বিদেশে যাওয়াসহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

অবশ্য সৌদি আরবের সিদ্ধান্তের আগেই ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ চারটি দেশ হজে লোক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।

করোনা মহামারির কারণে ইতিহাসের এই প্রথমবারের মতো হজ বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছিল সৌদি আরব। ১৯৩২ সালে বর্তমান সৌদি ক্ষমতা প্রতিষ্ঠার পর প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হলো দেশটি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের দিকে শীর্ষে সৌদি আরব। আক্রান্তে বৈশ্বিক তালিকায় সৌদি আরবের অবস্থান ১৬তম; তাদের পরেই রয়েছে বাংলাদেশ।

Leave a Reply