দাবানলের কারনে পর্যটক কমে গেছে অস্ট্রেলিয়ায়

Share on Facebook

সম্প্রতি হওয়া বিক্ষিপ্ত
দাবানলের ফলে পর্যটন খাত থেকেও কোটি কোটি ডলার আয় হারিয়ে ফেলবে অস্ট্রেলিয়া। গত সেপ্টেম্বর
মাসে আগুন লাগবার পরে পর্যটকদের বুকিং নেমে গেছে ১০ থেকে ২০ শতাংশতে।

দেশ জুড়ে আগুন জ্বলেছে
প্রায় ২০০টি স্থানে। প্রায় ৫০ কোটি বন্যপ্রানী ছাড়াও মৃত্যু ঘটেছে ৭ জন ব্যাক্তির।
বুশফায়ারে বিধ্বস্ত হয়েছে ৯ শতাধিক ঘর-বাড়ি।

ক্ষতি হয়েছে কয়েক বিলিয়নের
অস্ট্রেলিয়ান ট্যুরিজম এক্সপোর্ট কাউন্সিলের (এটিইসি) মতে, পর্যটক সমাগমের এই
পতনের ফলে  দেখা দেবে প্রায় ৪.৫ বিলিয়নের
ঘাটতি। এ বিষয়ে এটিইসি-এর নির্বাহী পরিচালক পিটার শেলি বলেন, ‘দাবানলের কারনে
দেশের বায়ুর মান ও নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। এবং এই বিষয়গুলোই প্রভাব
ফেলেছে আমাদের পর্যটন শিল্পেও। আন্তর্জাতিক পর্যটকেরা সেজন্যই এড়িয়ে যাচ্ছেন
অস্ট্রেলিয়া ভ্রমণকে। এছাড়াও, কত দ্রুত আমরা এই দূর্যোগ পরবর্তী সমস্যাগুলোকে
মোকাবেলা করতে পারবো তা নিয়েও থেকে যাচ্ছে অনিশ্চয়তা।’

এটিইসি আরও বলেছে, এই সন্দেহ
ও অসন্তুষ্টি বেশি পাওয়া যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় পর্যটকদের
মাঝে। পর্যটকদের দেয়া বাৎসরিক বুকিংয়ের অর্ধেকই থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে।

পিটার শেলি বলেন,
বিভিন্ন দেশীয় সরকার এবং পর্যটন সংস্থাগুলোকে দ্রুত জানানো দরকার যে দাবানলের ফলে দেশের
বায়ুর গুণগত মানে মারাত্মকরকমের কোন সমস্যা দেখা দেয়নি এবং এখনো অসংখ্য পর্যটন
কেন্দ্র রয়েছে, যেসব স্থান দাবানলের ফলে ক্ষতিগ্রস্থ হয়নি বিন্দুমাত্রও।

তিনি আরও বলেন, কোন
সন্দেহ নেই যে দাবানলের ফলে ইতিমধ্যেই আমাদের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে
আরও ক্ষতি হবার আগেই এই ইতিবাচক সংবাদ সবাইকে জানানো আমাদের জন্য খুব জরুরী হয়ে
পড়েছে এখন।

Leave a Reply