ঢাকা-টরন্টো যাওয়া আসায় বিমানের জ্বালানী খরচ আনুমানিক ১ কোটি ৬৫ লাখ টাকা

Share on Facebook

সম্প্রতি ঢাকা-টরন্টো রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে দেশ থেকে কানাডা অভিমুখে যাত্রাপথে বিমান বিরতি নেয় ইস্তাম্বুল বিমানবন্দরে। সেখান থেকে সরাসরি কানাডার রাজধানী টরন্টো। ফিরতি পথে কোনো যাত্রাবিরতি ছাড়াই সরাসরি দেশে ফেরে বিমানের ফ্লাইট। এই আসাযাওয়ায় বিমানের খরচ হয় ১৯৫ টন জেট ফুয়েল।

বৃহস্পতিবার ( আগস্ট) রাজধানীর কুর্মিটোলায় বলাকা ভবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ সম্মেলনে বিমানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জাহিদ হোসেন এক প্রশ্নের জবাবে কথা বলেন।

বাংলাদেশে বর্তমানে জেট ফুয়েলের প্রতি লিটারের দাম ৮০ টাকা। বাংলাদেশ থেকে টরন্টো যেতে বিমানের তেল খরচ হয় ১০৫ টন বা লাখ হাজার লিটার। এর বাজারমূল্য ৮৯ লাখ ২৫ হাজার টাকা।

অন্যদিকে টরন্টো থেকে ফিরতে বিমান খরচ করে ৮৫ থেকে ৯০ টন তেল। সে হিসেবে এতে খরচ হয় ৭২ লাখ ২৫ হাজার থেকে ৭৬ লাখ ৫০ হাজার টাকা।

ফলে আসাযাওয়ায় বিমানের ১৯৫ টন জেট ফুয়েল খরচ হয়। এর বাজারমূল্য আনুমানিক কোটি ৬৫ লাখ ৭৫ হাজার টাকা।

Leave a Reply