আলাস্কার দিন রাত নিয়ে কথা

Share on Facebook

এমনই এক জায়গা আলাস্কা। এখানকার ‘উতকিয়াগভিক’ শহরে শুরু হলো ৬৫ দিনের রাত। এখানে গত রবিবার মাত্র ৬৪ মিনিটের জন্য সূর্যের আলোর দেখা মিলেছে। এদিন স্থানীয় সময় দুপুর ১টা ৪৪ মিনিট নাগাদ সূর্য অস্ত যায়। আবার সূর্যের আলোর দেখা মিলবে আগামী বছরে। অর্থাৎ ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুপুর ১টা ৪ মিনিটে সূর্য উঠবে।

উতকিয়াগভিক শহরে প্রায় চার হাজার মানুষের বাস। সূর্য না থাকার দিনগুলো এখানে পোলার নাইট নামে পরিচিত। আর সেখানকার বাসিন্দারা তা উপভোগও করেন। বলা যায়, প্রায় উৎসবের ঢঙেই তারা পার করবে ৬৫ দিনের অনন্ত রাত।

মার্কিন আবহাওয়া অফিস বলছে, পোলার নাইট চলাকালে আলাস্কার এ অঞ্চলে তাপমাত্রা থাকবে মাইনাস ৫ থেকে মাইনাস ১০ ডিগ্রি ফারেনহাইট। ঘড়ির কাঁটা মেনে রাতের দিকে কমে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট।

Leave a Reply