সিলেট ওসমানীতে পৌঁছেছে লন্ডন থেকে আসা ফ্লাইট

Share on Facebook

যুক্তরাজ্যে কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতির মাঝে দুশ পাঁচজন যাত্রী নিয়ে একটি ফ্লাইট লন্ডন থেকে সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

১৬৫ যাত্রী সিলেট বিমানবন্দরে নামলে তাদের সবাইকে হেলথ ডেস্কে নিয়ে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট পরীক্ষা করা হয়। বাকি ৪০ জন যাত্রী সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

যেখন সারা বিশ্ব যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধের কথা চিন্তা করছে, তখন বিকল্প পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশ বিমান যুক্তরাজ্যে থেকে বিমানের যা্রতীবাহি ফ্লাইট চালা রাখার ঘোষণার কররে সরকার।

এর কয়েক ঘন্টা পর উৎকণ্ঠার মধ্যে নির্ধারিত সময়ের একঘণ্টা আট মিনিট আগে সকাল ৯টা ৭ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানের বিজি ২০২ ফ্লাইট সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বোডিংব্রিজ হয়ে যাত্রীরা একে একে হেলথ ডেস্কে এসে কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট জমা দিয়ে বাকি আনুষ্ঠানিকতায় যান।

১৬৫ জন যাত্রীর সবার কাছেই নেগেটিভ সার্টিফিকেট রয়েছে বলে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানান।

যাত্রীরা জানান, নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কাউকে বিমানে উঠতে দেয়া হয়নি।

Leave a Reply