পৃথিবীর কিছু লোমহর্ষক ভ্রমণ
Tweet
ভ্রমণ বিষয়টা একএক জনের কাছে একএক রকম। এটি আপেক্ষিকই বটে। ভ্রমণের জন্য এমনসব জায়গা আছে যারা সৌখিন, তারাই সেখানে যান। আর এমনসব জায়গা আছে সেগুলো দেখতে যেতে ভ্রমণ পিয়াসীদের রিতীমত জীবনের রিস্ক নিতে হয়। তবে আমি এক্ষেত্রে ভয়ংকর যাত্রা বলবো না। বলবো লোমহর্ষক ভ্রমণ। নিচে বর্নিত এমন কিছু অ্যাডভেচারাস সুন্দর জায়গার জার্নির সাথে আমরা পরিচিত হব।
দ্য দানাকালি

দ্য দানাকালি ডেজার্ট, ইরিট্রিয়া ও ইথিওপিয়ার সীমান্ত ঘেঁষে অবস্থিত। তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রী সেন্টিগ্রেড। লাভা নির্গত হচ্ছে ক্রমাগত। বাতাসে বিষাক্ত গ্যাস। তবে পর্যটকের অভাব নেই। একা যেতে পারবেন না। অভিজ্ঞ গাইড নিতে হবে। নইলে সেখানে পা রাখতে দেবে না সরকার।
ইয়োসেমাইট ন্যাশনাল পার্কস

ইয়োসেমাইট ন্যাশনাল পার্কস হাফ ডোম, ক্যালিফোর্নিয়া মৃত্যুর আগে হাসার কথা ভাবতে পারেন! তাহলে এটাই আদর্শ জায়গা। পাথর বেয়ে ওপরে উঠতে একদিন লাগবে। তাতে ১০ হাজার ক্যালোরি ঝরবে। তবে সমস্যা দেখা দেবে শেষ ৪০০ ফুট পার করতে। পিচ্ছিল পাথর বেয়ে ওপরে উঠতে হবে। তার বাধা থাকলেও উঠতে সমস্যা হয়। এখনও পর্যন্ত ৬০ জন প্রাণ হারিয়েছেন।
সিনাবুঙ্গ ভলক্যানো

সিনাবুঙ্গ ভলক্যানো, ইন্দোনেশিয়া চোখের সামনে লাভা নির্গমন দেখতে চান! যে কোন মুহূর্তে বিপদে পড়েত পারেন। তাতে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে সুমাত্রা দ্বীপে না গেলেই নয়। ২০১০, ২০১৩, ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালে লাভায় ঢেকে যায় একটা গোটা গ্রাম। বাতাসে মিশে যায় বিষাক্ত গ্যাস। তাতে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রাণ হারিয়েছিলেন অনেকে।
এলিফ্যান্ট কিংডম

এলিফ্যান্ট কিংডম, তাইল্যান্ড ‘জলে কুমির ডাঙায় বাঘ’ প্রবাদটি শুনেছেন! এখানে জলে শুধুই কুমির। লঞ্চ বা নৌকা থেকে মাংস খাওয়াতে যান অনেকেই। সেই সময় লঞ্চের ওপর কুমিরের লাফিয়ে উঠে পড়ার ঘটনাও ঘটেছে। পর্যটকদের দিকে তেড়ে গিয়েছে বড়সড় কুমির, এমনও হয়েছে।
মাদিদি ন্যাশনাল পার্ক
মাদিদি ন্যাশনাল পার্ক, বলিভিয়া বিষাক্ত গাছে ভর্তি এই পার্ক। তার সংস্পর্শে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এমনকি, মৃত্যুও হতে পারে। কাঁটা বা সেই জাতীয় কিছুতে হাতে সামান্য ক্ষত হলেও আর রক্ষে নেই। নানারকম রোগ ও সংক্রমণ দেখা দিতে পারে।

স্কেলিগ মাইকেল
স্কেলিগ মাইকেল, আয়ারল্যান্ড এই নির্জন দ্বীপে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। সমুদ্রের ধার ঘেঁষে পাহাড় উঠে গিয়েছে। তবে সেখানে যেতে গেলেই সমস্যা দেখা দেয়। হাজার বছরের পুরনো ধাপগুলো এতটাই পিচ্ছিল যে, একটু অসাবধান হলেই দেহ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে।

ভ্যালি অফ ডেথ
ভ্যালি অফ ডেথ, কামচাতকা, রাশিয়া ছবি দেখে বোঝার উপায় নেই। ভূ-পৃষ্ঠ ফুঁড়ে ঝরনার মতো উর্ধমুখী জলের ধারা বেরিয়ে এসেছে। সেই সঙ্গে বিষাক্ত গ্যাসও। তা বাতাসেও মিশছে অহরহ। যাঁরা একা থাকতে পছন্দ করেন, নির্জন পরিবেশ তাঁদের ভাল লাগবে।

বিকিনি আটোল
বিকিনি আটোল, দ্য মার্শাল আইল্যান্ডস নাম শুনে সমুদ্র সৈকত আর লাস্যময়ীদের আনাগোনা ভেবে বসবেন না যেন! বরং সেখানে গেলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সারের জীবাণু। কারণ চল্লিশ এবং পঞ্চাশের দশকে সেখানে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল মার্কিন সেনা। আজও সেখানকার তেজষ্ক্রিয় বিকিরণের মাত্রা মারাত্মক।
