১০০ জন ফুডকর্মীকে বিনামূল্যে ‘ফুড হাইজিন’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে বাপক।

Share on Facebook

১০০ জন ফুডকর্মীকে বিনামূল্যে ‘ফুড হাইজিন’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে বাপক।

মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলদেশ পর্যটন করপোরেশন আগামীকাল ২১ নভেম্বর ২০২০ তারিখ ১০০ জন ফুডকর্মীকে ১০০ ঘন্টা বিনামূল্যে ‘ফুড হাইজিন’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে।

মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলদেশ পর্যটন করপোরেশন (বাপক) ইতোপূর্বে সাংবাৎসরিক কর্মসূচি গ্রহণ করেছে। কভিড-১৯ বাস্তবতায় এগুলো বিভিন্ন আঙিকে বাস্তবায়িত হচ্ছে। এর ধারাবাহিকতায় আগামীকাল ২১ নভেম্বর ২০২০ তারিখ বেলা ১১ টায় সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত ‘ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সটিটিউট’ (এন.এইচ.টি.টি.আই)ঢাকার বিভিন্ন এলাকায় খাবার প্রস্তুতের সাথে জড়িত ১০০ জন মেধাবী গরিব ফুডকর্মীকে বিনামূল্যে ১০০ ঘন্টা ‘ফুড হাইজিন’ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করবে। উক্ত প্রশিক্ষণ অুনষ্ঠানটি উদ্বোধন করবেন বাংলদেশ পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান (গ্রেড-১) জনাব রাম চন্দ্র দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সরকারের যুগ্মসচিব ও বাপক এর পরিচালক (পরিকল্পনা ও বাণিজ্যিক) জনাব মো: আব্দুস সামাদ। আশা করা যায় যে, এ প্রশিক্ষণের ফলে ১০০ জন ফুডকর্মি আরো দক্ষতার সাথে স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত এবং পরিবেশন করতে পারবে। এতে দেশে আরো দক্ষ কর্মির সংখ্যা যেমন বাড়বে তেমনি দেশের মানুষ স্বাস্থ্যসম্মত খাবার উপভোগ করতে পারবে।

One thought on “১০০ জন ফুডকর্মীকে বিনামূল্যে ‘ফুড হাইজিন’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে বাপক।

Leave a Reply to Md sayed Cancel reply