সামাজিক মাধ্যমে আলোচিত এশিয়ার শীর্ষ ১০ বিমান সংস্থা

Share on Facebook

বিশ্বের বিমান সংস্থাগুলি কোভিড-১৯ এর ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করছে। কিন্তু রাশিয়া-ইউতক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার  প্রভাবে বিমান সংস্থাগুলি প্রতিনিয়তই প্রতিবন্ধকতার মুখোমুখি অবস্থান করছে।

তথ্য বিশ্লেষণ সংস্থা গ্লোবাল ডাটা (GlobalData)  ইন্টারনেট ভিত্তিক সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের আলোচনার তথ্য বিশ্লেষণ করে এশিয়ার আলোচিত শীর্ষ ১০ বিমান সংস্থার নাম প্রকাশ করেছে।

গ্লোবালডেটার সর্বশেষ প্রতিবেদন অনুসারে ইন্টারনেট ভিত্তিক সামাজিক মাধ্যমে সর্বাধিক উল্লেখিত এশিয়ার বিমান সংস্থাগুলো হল-

এয়ার ইন্ডিয়া

কোয়ানটাস এয়ারওয়েজ

কাতার এয়ারওয়েজ

ইন্টারগ্লোব এভিয়েশন (ইন্ডিগো)

সিংগাপুর এয়ারলাইনস

এমিরেটস

আকাসা এয়ার

ক্যাথে প্যাসেফিক

চায়না ইস্টার্ন এয়ারলাইন্স

কোরিয়ান এয়ার

গ্লোবালডেটার সোশ্যাল মিডিয়া বিশ্লেষক স্মিতরানি ত্রিপাঠী জানান, আগের বছরের তুলনায় ২০২২এ সোশ্যাল মিডিয়ায় বিমান সংস্থা নিয়ে নেতিবাচক আলোচনা প্রায় ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানির ঊর্ধ্বগতির ফলে বিমানের  টিকিটের মূল্য বৃদ্ধি নেতিবাচক আলোচনার  প্রধান কারণ।

চলতি বছরের শুরুতে টাটা গ্রুপের কাছে এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল মালিকানা হস্তান্তরকে কেন্দ্র করে ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচে বেশী আলোচনা-সমালোচনা হয়েছে।  চায়না ইস্টার্ন এয়ারলাইন্স আলোচনায় আসে মার্চ মাসে বোয়িং 737-800 এর মারাত্মক দুর্ঘটনায় যাত্রী ও ক্রসহ ১৩২জন নিহত হবার পর।  উল্লেখ্য, এই বিমান দুর্ঘটনাটি এক দশকের মধ্যে চীনের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত।

Leave a Reply