করোনা সংক্রমণে চীনে ফের লকডাউন

Share on Facebook

কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চীনের গুয়াংজুতে  পাঁচ দিনের লক ডাউন ঘোষণার পর স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী বেইজিংয়ের বিভিন্ন পার্ক ও জাদুঘর বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। অবশ্য এর আগে বেইজিংয়ের স্কুলগুলো বন্ধ করে অনলাইন ক্লাস চালু করা হয়।

গতকাল সোমবার চীনে আরো ২৮ হাজার ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তের এ সংখ্যা গত এপ্রিলে দৈনিক সংক্রমণের প্রায় কাছাকাছি। সংক্রমণ বাড়ায় বেইজিংয়ের বেশ কয়েকটি জাদুঘর বন্ধ করে দেয়া হয়েছে। কারণ শুধু বেইজিংয়ে রোববার করোনা আক্রান্ত হয় ৯৬২ জন। একদিনের ব্যবধানে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৮ জন।

মধ্য হেনান প্রদেশের ঝেংঝো থেকে দক্ষিণ-পশ্চিমে চংকিং পর্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়া সহ চীন জুড়ে কোভিডের ঘটনা বাড়ছে।

তথ্যসূত্র : সিএনএন ও আলজাজিরা

 

Leave a Reply