১৫ এপ্রিল পর্যন্ত ভ্রমণ ভিসা স্থগিত করলো ভারত

Share on Facebook

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করেছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কভিড-১৯কে মহামারি ঘোষণার পর বুধবার এ সিদ্ধান্ত নেয় ভারত সরকার।

আগামী শুক্রবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে অন্য কোনো দেশ থেকে ভ্রমণ ভিসা থাকা কোনো ব্যক্তি ভারতে প্রবেশ করতে পারবেন না। তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংগঠন এবং পেশাগত ও প্রকল্পের কাজে নিয়োজিতদের ভিসা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো বুধবার এক বিবৃতিতে এ কথা জানায়। খবর এনডিটিভির।

এ ছাড়া করোনা আক্রান্ত প্রধান সাতটি দেশের নাগরিক বা যারা এসব দেশ ভ্রমণ করে গত ১৫ ফেব্রুয়ারির পর ভারতে প্রবেশ করেছেন তাদের কমপক্ষে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। দেশগুলো হলো- চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি।এ পর্যন্ত ভারতে করোনাভাইরাস আক্রান্ত ৬৭ জন শনাক্ত হয়েছেন। তাদের একটি বড় অংশই ইতালি থেকে আসা পর্যটক।

Leave a Reply