স্পেনে করোনায় নতুন করে আক্রান্ত ১৫০০

Share on Facebook

স্পেনে নতুন করে করোনায় আরও ১৫০০ জন আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গতকাল শুক্রবার স্থানীয় সময় ৬টা পর্যন্ত এ সংখ্যা পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৩জন।

বিবিসির খবরে বলা হয়, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০০ জনই রাজধানীর মাদ্রিদের।

দেশটিতে করোনার কারণে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৩৬জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৫১৭জন।স্পেন সরকার এই অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা জারির চিন্তা করছে। এটি হয়তো ১৫ দিনের জন্য হতে পারে। পার্লামেন্টের অনুমোদন নিয়ে এটি হয়তো বাড়তে পারে।

এই জরুরি অবস্থার কারণে লোকজনের চলাচল সীমিত হতে পারে। এ ছাড়া সাময়িকভাবে সম্পত্তি অধিগ্রহণ (যেমন: বেসরকারি হাসপাতাল), নিত্যপ্রয়োজনীয় পণ্যের রেশন এবং পণ্যের নিশ্চয়তা ও পরিষেবা সীমিত হতে পারে।
মাদ্রিদ এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় নয় এমন পণ্যের ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।এরই মধ্যে আগামী ১২ এপ্রিল হতে যাওয়া ইস্টার সানডের শোভাযাত্রা বাতিল করা হয়েছে। গত সপ্তাহে দেশটির শেয়ার বাজার ২০ শতাংশের বেশি পতন হয়।

Leave a Reply