সারা বিশ্বে করোনায় শনাক্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখ পার হলো

Share on Facebook

গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে মারা গেছেন ৫ হাজার ৩৯১ জন মানুষ। আর এ সময়ে শনাক্ত হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৯০ ব্যক্তি। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১ হাজার ১২৩ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়ালো ১ লাখ ৫৭ হাজার। দেশটিতে এ পর্যন্ত প্রায় ৫০ লাখ ব্যক্তি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

অপরদিকে ব্রাজিলে মৃত্যু ৯৩ হাজার ছাড়িয়েছে। একদিনে দেশটিতে মারা গেছেন ১ হাজার ৪৮ জন। ব্রাজিলে এ পর্যন্ত ১৭ লাখের বেশ মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। অন্যদিকে, টানা ৪ দিনের মতো ভারতে ৫০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। ফলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যাবহুল দেশটিতে শনাক্তের সংখ্যা সাড়ে ১৭ লাখ ছাড়িয়েছে। আর গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৮৫২ জন। এ নিয়ে ৩৭ হাজার ৪০৩ জনের মৃত্যু হলো ভারতে।

আর উত্তর আমেরিকার আরেক দেশ মেক্সিকোতে আরো ৭৮৪ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে এখন মেক্সিকো। দেশটিতে মোট মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা এখন ৪৭ হাজারের বেশি। সেখানে করোনা শনাক্তের সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ১৯৩ রোগী।

Leave a Reply