বিমানে ধোঁয়া, জরুরি অবরতণ কলকাতায়

Share on Facebook

ইন্ডিগো বিমান সংস্থার গুয়াহাটিগামী একটি বিমান গতকাল  কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। শুক্রবার রাত আটটা পনের মিনিটে কলকাতা নেতাজী সুবাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইন্ডিগো’র একটি ফ্লাইট গুয়াহাটির উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিমানটির কার্গো হোল্ড থেকে ধোঁয়া রেব হতে দেখে পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ জরুরী অবতরণ করেন।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে, উড্ডয়নের ১৫ মিনিটের মধ্যে ইন্ডিগোর বিমানটিতে ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়া দেখতে পেয়ে বিমান চালক এয়ার ট্রাফিক কনট্রোল-কে বিষয়টি জানান। এরপর রাত ৮টা ৩০ মিনিট নাগাদ বিমানটি নিরাপদে কলকাতা বিমানবন্দরে জরুরি অবরতণ করে। ফ্লাইটে থাকা ৭৬জন যাত্রীর মধ্যে কারও কোনো ক্ষতি হয়নি, তারা সবাই সুরক্ষিত আছেন।

Leave a Reply