ফ্লাইটের মাঝপথে পাইলটের মৃত্যু

Share on Facebook

গত রবিবার (২৪ নভেম্বর) সকালে
ফ্লাইট চলাকালীন সময়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এক পাইলটের। মস্কো থেকে আনাপাগামী ফ্লাইটের
ফার্স্ট অফিসার ছিলেন ৪৯ বছর বয়সী এই পাইলট। এসময়ে রাশিয়ার রাষ্ট্রীয় পতাকাবাহী
এয়ারলাইন্স এরোফ্লোটের এয়ারবাস এ৩২০ পরিচালনা করছিলেন তিনি।

রাশান সংবাদমাধ্যম ডেইলি
মিররের ভাষ্যমতে, মস্কো থেকে আনাপা যাওয়ার পথে এয়ারবাস এ৩২০ রস্তোভের প্লাতোভ
ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরী অবতরণ করতে বাধ্য হয়। এয়ারবাস এ৩২০-এর যাত্রী
ইলিনা ভোরোনোভা গণমাধ্যমকে জানান, একজন যাত্রীসেবিকা বিমানের করিডোরে ছুটে আসেন
এবং জানতে চান যাত্রীদের মাঝে কোন ডাক্তার আছে কিনা সাহায্য করবার মতো।

পরবর্তীতে ডেইলি মিররকে এয়ারলাইন্স
এরোফ্লোটের একজন কর্মকর্তা জানান যে ‘দূর্ভাগ্যজনকভাবে পাইলটকে বাঁচানো সম্ভব হয়নি’।
যদিও পাইলটের নাম-পরিচয় জানায়নি বিমান কর্তৃপক্ষ, তবে ফ্লাইট শুরু হবার পূর্বে
পাইলটের শারীরিক অসুস্থতার কোন লক্ষণ দেখা যায়নি বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

ফার্স্ট অফিসারের
মৃত্যুর এই ঘটনার পর এরোফ্লোট এয়ারলাইন্সের অন্য এক অফিসার পাইলটের দায়িত্ব নিয়ে
গন্তব্যে পৌঁছে দেয় যাত্রীদেরকে। এছাড়াও পাইলটের মৃত্যুর এই ঘটনায় তদন্ত শুরু করেছে
বিমান কর্তৃপক্ষ।

Leave a Reply