পাইলট মদ্যপ; এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিলম্ব

Share on Facebook

গত রবিবার টেক-অফের ঠিক আগ মুহুর্তে মদ্যপ পাইলটকে অযোগ্য ঘোষণা করায় বিলম্বিত হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। ভারতের সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার এআই ১১১ ফ্লাইটটি নয়াদিল্লী থেকে লণ্ডন যাচ্ছিলো। উড্ডয়নের আগে প্রি-ফ্লাইট ব্রিদ অ্যানালাইসিস পরীক্ষায় ধরা পড়ে বিমানের সিনিয়র পাইলট তথা ডিরেক্টর (অপারেসনস) অরবিন্দ কাঠপালিয়া মদ্যপান করেছেন।

জানা যায়, দিল্লী থেকে লণ্ডনগামী ঐ ফ্লাইট পরিচালনার দায়িত্বে থাকা অরবিন্দ দু’বার ব্রিদ অ্যানালাইসিস পরীক্ষায় ব্যর্থ হয়। তার দেহে উচ্চমাত্রায় মদের উপস্থিতি পাওয়ায় তাকে বিমান থেকে নামিয়ে আনা হয়। ফলে নির্ধারিত সময়ের চেয়ে অনেক পরে ফ্লাইটটি দিল্লী বিমানবন্দর ত্যাগ করে।

বিমানে ওঠার ১২ ঘণ্টা আগে থেকে সমস্ত ক্রু মেম্বারদের সকল প্রকারের অ্যালকোহল গ্রহণ নিষিদ্ধ। বিমান উড়ার আগে ও পরে তাদের প্রত্যেকের অ্যালকোহল পরীক্ষাও বাধ্যতামূলক।

এয়ার ইন্ডিয়ার একটি সূত্র জানিয়েছেন, অরবিন্দ এরকম কাণ্ড এর আগেও ঘটিয়েছেন। প্রি-ফ্লাইট মেডিক্যাল পরীক্ষা এড়িয়ে যাওয়ার জন্য ২০১৭ সাথে তার সিনিয়র পাইলটের লাইসেন্স ৩ মাস বরখাস্ত করা হয়েছিলো।

Leave a Reply